
Kolkata Law Student Case Update: কসবা-কাণ্ডে সামনে এল নির্যাতিতা ছাত্রীর মেডিক্যাল রিপোর্ট। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী নির্যাতিতার গলা এবং ঘাড়ে আঁচড়ের দাগ রয়েছে। নির্যাতিতার শরীরের বুক এবং শরীরের উপরের অংশে গভীর আঘাতের চিহ্নও রয়েছে, এমনটাই জানা গিয়েছে। সেই সঙ্গে ছাত্রীর যৌনাঙ্গে জোর করে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকদের মতে, এই ধরনের চিহ্ন সাধারণত যৌন হেনস্থা অথবা বলপূর্বক যৌন সম্পর্কের ফলেই হয়ে থাকে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার পরে তদন্তকারীরা সিদ্ধান্ত নিয়েছেন, ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে ওই রিপোর্ট বিশ্লেষণ করতে। ছাত্রীর শারীরিক নমুনা ফরেন্সিক বিশেষজ্ঞদের মাধ্যমে সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে বলে জানা গিয়েছে। আপাতত ৪ জনকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। বাকিদের তল্লাশি চলছে।
Last Updated: June 28, 2025, 17:29 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: December 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: December 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: December 05, 2025, 00:22 ISTজামাইকে কী ম্যাজিক শেখাচ্ছেন পিসি সরকার
Last Updated: December 04, 2025, 11:24 IST২৯ নভেম্বর, ২০২৫, শনিবার থেকে, জাতীয় রাজধানী আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো হট-এয়ার বেলুন রাইড চালু করল, যা বাসিন্দা এবং দর্শনার্থীদের শহরের ক্রমবর্ধমান আকাশরেখা এবং মনোরম নদীর তীরের একটি অনন্য আকাশ দৃশ্য প্রদান করবে।
Last Updated: November 30, 2025, 13:34 IST