TRENDING:

Akhilesh Mamata Meeting | নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের বৈঠকে এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তা

Last Updated: Jan 27, 2026, 16:40 IST

কলকাতায় অখিলেশ। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। শহরে পৌছতেই বিজেপিকে নিশানা সমাজবাদী পার্টি প্রধানের। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হলেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এদিন তাঁর সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দও। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “অখিলেশ ও কিরণ দা আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। অখিলেশ দারুণ কাজ করছে। আগামীর জন্য ওকে শুভকামনা।” বৈঠকের পর এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, বাংলায় ভোটারদের সুবিধা নিশ্চিত করার বদলে এসআইআর-এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কার্যত একা লড়াই করছেন। বিজেপি নানাভাবে সমস্যা তৈরি করছে। বাংলার জন্য এসআইআর এনে ভোটারদের উপকার করার বদলে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে।” অখিলেশ যাদবের আরও দাবি, ভোটারদের কোনওরকম সহায়তা না করেই প্রশাসনিক প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের উপর চাপ বাড়ানো হচ্ছে। তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী এবং তার বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়া প্রয়োজন। রাজনৈতিক মহলের মতে, এসআইআর ঘিরে রাজ্যে তৈরি হওয়া পরিস্থিতি এবং সামনেই বিধানসভা ভোট—এই প্রেক্ষিতে নবান্নের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তা দিতেই এই সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে।

Advertisement
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
Akhilesh Mamata Meeting | নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের বৈঠকে এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী ঐক্যের বার্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
advertisement
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল