
জানুয়ারির শেষ লগ্নে এসে ফের একটু চমক দিচ্ছে শীত। জাঁকিয়ে ঠান্ডার আশা প্রায় শেষ হয়ে গেলেও পরপর দু’দিনে তাপমাত্রা কমে নতুন করে আলোচনায় আবহাওয়া। লম্বা উইকেন্ডে এই হালকা পারদ পতন কি সাময়িক, না কি আরও ঠান্ডার ইঙ্গিত—সেই দিকেই নজর আবহাওয়াবিদদের। লম্বা উইকেন্ডের মুখে ফের শীতের হালকা দাপট রাজ্যে। পরপর দু’দিনে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতায় বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার তা নেমে এসেছে ১৪ ডিগ্রিতে। অর্থাৎ দু’দিনে পারদ কমেছে প্রায় ১.৭ ডিগ্রি। তবে জানুয়ারির শেষ সপ্তাহে রাজ্যে বড় কোনও ঠান্ডার কামড় দেখার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। পুরো রাজ্য জুড়েই আবহাওয়া শুষ্ক থাকবে।