
রাজ্যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে সম্ভবত শুনানির সময়সীমা আরও বাড়াতে চলেছে নির্বাচন কমিশন৷ যার ফলে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও৷ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর ৷ যদিও শুনানি প্রক্রিয়া কতদিন পিছোবে অথবা কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তা নির্দিষ্ট করে জানায়নি কমিশন৷ গতকালই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সির তালিকা প্রকাশের পর ভোটারদের নথি জমা দেওয়ার জন্য দশ দিন সময় দিতে হবে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোটারদের থেকে নেওয়া নথির প্রাপ্তি স্বীকারও করতে হবে।