যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র চুলের মুঠি ধরে টানার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ সোমবার ইউএসডিএফ-এর সদস্য সেই ছাত্র দেবাঞ্জন বল্লভ বললেন, 'আমি একেবারেই অনুতপ্ত নই৷ আত্মরক্ষার জন্যই হাত তুলেছিলাম৷' তিনি বলেন, 'চুল ধরে টেনেছি কি না, মনে নেই৷ মারধর, গালিগালাজ করেন বাবুল৷ ছবি বিকৃত করছে বিজেপি-র আইটি সেল৷ আমার বাড়িতে চড়াও হয় এবিভিপি-র গুন্ডারা৷ আমার বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে৷ মায়ের অসুস্থতা নিয়ে রাজনীতি করা হচ্ছে৷ আমি একেবারেই হার মানিনি৷ আমার নামে ফেসবুকে ফেক প্রোফাইল খোলা হয়েছিল৷' বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনায় পরোক্ষে ক্ষমা চেয়ে নিয়েছেন সংস্কৃত কলেজের ভাষা বিজ্ঞানের ছাত্র দেবাঞ্জন৷ এই খবরটি ছড়িয়ে পড়ে মুহূর্তে৷ সোশ্যাল মিডিয়ায় 'অপরোধবোধে ভুগছি' বলে দেবাঞ্জন করেছে বলে পোস্ট করে সে। দেবাঞ্জনের দাবি, তাঁর নামে ফেক প্রোফাইল খুলে ওই পোস্ট করা হয়৷ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন তাঁর টুইটারে। পোস্টটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে ছাত্র সংগঠনগুলি।
Last Updated: Sep 23, 2019, 13:04 IST
আর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST