পাকিস্তানের একেবারে দক্ষিণ প্রান্তে সমুদ্র সংলগ্ন অঞ্চল, বালোচিস্তান। সেই বালোচিস্তানের বোলান এখন গোটা বিশ্বের আলোচ্য বিষয়। কেন? কারণ গোটা একটা ট্রেন হাইজ্যাক হয়েছে। মঙ্গলবার বালোচিস্তান থেকে পেশওয়ারগামী জাফর এক্সপ্রেসকে অপহরণ করেছে বালোচি বিদ্রোহী গোষ্ঠী। যাত্রী বোঝাই এই ট্রেনে ছিলেন বহু পাক সেনা। ক্রমাগত চলছে গুলির লড়াই, এখনও পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে হঠাৎ এমন একটি ট্রেন কেন অপহরণ করল বিদ্রোহীরা? হঠাৎ না, এমনকি প্রথমও না। এর আগেও বারবার এই জাফর এক্সপ্রেস নিশানা হয়েছে এই বালোচিস্তান লিবারেশন আর্মির। এমনকি বহুবার আত্মঘাতী হামলাও হয়েছে ট্রেনটির ওপর। প্রশ্ন উঠছে, কেন? কেন বারবার জাফর এক্সপ্রেসই বিদ্রোহীদের নিশানায়?