নিউইয়র্ক: আমেরিকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ। বৈঠক শেষে ট্রাম্প স্পষ্টতই জানিয়ে দিলেন, ''বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আমি আমার বন্ধু নরেন্দ্র মোদির উপর ছেড়ে দিলাম।'' মোদির এবারের মার্কিন সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কী নিয়ে আলোচনা হয়, তা নিয়ে কৌতুহল ছিলই। বাংলাদেশ নিয়ে কী আলোনা হয়, সেদিকেও তাকিয়ে ছিল ওয়াকিবহাল মহল। আর সেই বৈঠক শেষেই বাংলাদেশের বিষয়ে যে কোনও পদক্ষেপের ভার ট্রাম্প পুরোপুরি মোদির উপর ছেড়ে দিলেন। যে কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের উপর চাপ আরও বাড়বে বলেই মনে করছে সব মহল।