দুই প্রিয় বন্ধুর বিচ্ছেদ ফের খবরের শিরোনামে। আমেরিকার বাতাসে এখন হুশিয়ারি আর পাল্টা হুঙ্কারের শব্দ। দুই ধনকুবেরের সংঘাতে রাজনীতির চাপানউতোর আমেরিকার গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিশ্বদরবারে। দুই বন্ধুর বিচ্ছেদ এখন অন্য মাত্রা এনে দিয়েছে। ‘নতুন দল’ গড়ার হুঁশিয়ারি দিয়েছেন স্পেসএক্সের মালিক এলন মাস্ক। থেমে থাকেননি ট্রাম্পও, পাল্টা হুমকিতে আমেরিকার রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলার সিইও এলন মাস্কের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নতুন রাজনৈতিক গল্পের জন্ম দিচ্ছে। একদিকে মাস্ক ‘তৃতীয় দল’ গড়ার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প তাকে ‘মিথ্যাবাদী বিলিয়নিয়ার’ বলে কটাক্ষ করেছেন এবং ঘোষনা করেছেন, আমেরিকার রাজনীতি নষ্ট করতে চাইলে, মাস্ককে ব্যবসা গুটিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে।