
ভোটের বাংলাদেশে ফিরলেন তারেক। ১৭ বছর পর বাংলাদেশে খাদেলাপুত্র। লন্ডন থেকে ঢাকায় তারেক। তারেকের ফেরায় উচ্ছ্বাস BNP নেতা-কর্মীদের। ঢাকার রাজপথে BNP-র জনজোয়ার। দেশে ফিরেই দলের নেতা-কর্মীদের বার্তা। তারেক রহমান আরও বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।