লক্ষ্য নন্দীগ্রামে ভোটব্যাঙ্ক বাড়ানো। লোকসভা ভোটে শেষ পর্যায়ের প্রচারে নন্দীগ্রামকে বাড়তি গুরুত্ব সায়নের। রাজ্য রাজনীতির এপিসেন্টার নন্দীগ্রাম। এবারের লোকসভা ভোটেও বাড়তি গুরুত্ব পাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম। এবারের লোকসভা ভোটে নন্দীগ্রামের মানুষের মন জয় করতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন ঝাঁপিয়ে পড়েছে তেমনি নিজেদের ভোট ধরে রাখতে প্রচারে জোর দিয়েছে বিজেপি। তৃণমূল বিজেপির পাশাপাশি নন্দীগ্রামকে বাড়তি গুরুত্ব দিয়েছে বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়।