Weather Alert|| বরফ, বরফ! গরমের দুপুরে বরফ দেশের সুখে দক্ষিণবঙ্গের এই জেলা
- Published by:Debalina Datta
Last Updated:
Paschim Medinipur News: সিকিমের স্বাদ বাংলার লাল মাটিতে, সাদা বরফে ঢাকল এলাকা
advertisement
1/5

দাঁতন: গরম শুরুর আগে সিকিমের স্বাদ রাঢ় বাংলার মাটিতে ।বাংলা ওড়িশা সীমান্ত এলাকা দাঁতনে প্রবল শিলাবৃষ্টি শুরু। সাদা হলো চারিদিক। গরমের শুরুতে বড় দেশের স্বাদ পেলেও ক্ষতি হয়েছে চাষে।প্রতিদিনই জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে। কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হচ্ছে সর্বত্র।
advertisement
2/5
তবে রবিবাসরীয় দুপুরে সবাই যখন খেয়ে বিশ্রাম নিচ্ছেন তখনই শুরু বরফ বৃষ্টি।বিকেল হতেই কালো মেঘ আর তারপর বরফ বৃষ্টি, দেখল পশ্চিম মেদিনীপুরের দাঁতন। ছিটেফোটা নয়, বেশ কয়েক মিনিট ধরে চলল এই শিলাবৃষ্টি।
advertisement
3/5
উৎসাহী মানুষ ছবি তুললেন মোবাইল ক্যামেরায়। পার্বত্য এলাকা নয় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা দাঁতন সেই দাঁতনে ফের শিলাবৃষ্টি হল রবিবার দুপুরে।গত কয়েকদিন আগে শিলাবৃষ্টির ফলে ক্ষতির মুখে পড়েছিলেন দাঁতনের চাষিরা। তখন দাঁতনের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছিল।
advertisement
4/5
তবে ফের শিলাবৃষ্টিতে ক্ষতি আরো বাড়ালো চাষীদের। এদিন দুপুর বাড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল শিলাবৃষ্টি ।বরফের টুকরো তে রাস্তাঘাট উঠোন ঢেকে যায়। অনেকেই বরফ টুকরো বাটিতে ও ভরে রাখেন। দাঁতনের বাসিন্দা রূপময় চট্টোপাধ্যায় বলেন, এই প্রথম এত শিলা পড়তে দেখলাম। বাড়ির চারপাশে সাদা হয়ে গেছিল।মনে হচ্ছিল এক টুকরো বরফের দেশ।
advertisement
5/5
তবে দাঁতন এলাকায় চাষ হওয়া সবজিতে বেশ ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। Input- Ranjan Chanda
বাংলা খবর/ছবি/পশ্চিম মেদিনীপুর/
Weather Alert|| বরফ, বরফ! গরমের দুপুরে বরফ দেশের সুখে দক্ষিণবঙ্গের এই জেলা