TRENDING:

Durga Puja 2023: এক সপ্তাহ সতেজ থাকে! দামও নাগালে, এই কম পরিচিত ফুল কোন কোন কাজে লাগে জানেন কি

Last Updated:
Durga Puja 2023: পুজোর সাজে খোঁপায় লাগানোর জন্য এখন সেরা রং-বেরংয়ের জারবেরা। চাহিদা মত বিক্রি হলেও দাম রয়েছে নাগালের মধ্যে।
advertisement
1/6
এক সপ্তাহ সতেজ থাকে! দামও নাগালে, এই কম পরিচিত ফুল কোন কোন কাজে লাগে জানেন কি
গোলাপ, জুঁই অতীত। মেয়েদের সাজসজ্জায় এ বার জারবেরার কদর বাড়ছে। চাহিদা রয়েছে বেশ।
advertisement
2/6
পুজোর সাজে খোঁপায় লাগানোর জন্য এখন সেরা রং-বেরংয়ের জারবেরা। চাহিদা মত বিক্রি হলেও দাম রয়েছে নাগালের মধ্যে।
advertisement
3/6
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির চাষি তোতন দুয়া চাষ করেছেন রং বেরংয়ের জারবেরা। চাহিদা মত বাজারে যোগান দিচ্ছেন তিনি।
advertisement
4/6
বাজারে এক একটি জারবেরা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। রয়েছে হলুদ, গোলাপি, লাল রঙের ফুল।
advertisement
5/6
বিজ্ঞানসম্মত উপায়ে পলি হাউসের মধ্যে তোতনবাবু চাষ করেছেন জারবেরা ফুল। তিনি প্রায় বছরখানেক ধরে এই চাষ করছেন।
advertisement
6/6
পুজোর সাজে নিজেকে সাজিয়ে তুলতে অবশ্যই ব্যবহার করতে পারেন এই ফুল। প্রায় সপ্তাহ খানেক ধরে সতেজ থাকে জারবেরা। (তথ্য: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিম মেদিনীপুর/
Durga Puja 2023: এক সপ্তাহ সতেজ থাকে! দামও নাগালে, এই কম পরিচিত ফুল কোন কোন কাজে লাগে জানেন কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল