Weather Update: কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়, দার্জিলিংয়ে তুষারপাতের বিপুল সম্ভাবনা, আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে আবহাওয়া? এল লেটেস্ট আপডেট
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Weather Update: মাঘ মাসে মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে শীতের প্রভাব মৃদু হতে শুরু করেছে। দিনের বেলায় তেমন শীত অনুভূত হয় না। তবে রাত বাড়লে হিমেল হাওয়া এবং ঠান্ডার প্রভাব বোঝা যায়। আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জেনে নেওয়া যাক।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে: মাঘ মাসে মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে শীতের প্রভাব মৃদু হতে শুরু করেছে। দিনের বেলায় তেমন শীত অনুভূত হয় না। তবে রাত বাড়লে হিমেল হাওয়া এবং ঠান্ডার প্রভাব বোঝা যায়। আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জেনে নেওয়া যাক।
advertisement
2/5
বর্তমানে উত্তরের প্রতিটি জেলায় দিনের বেলায় উজ্জ্বল রোদ দেখা যাচ্ছে। তবে শুষ্ক হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে।সকালের দিকে রাজ্যের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
advertisement
3/5
কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দার্জিলিংয়ে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের এক দুটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
advertisement
4/5
চলতি মাসে আর হাতে গোনা কয়েকটা দিন ছাড়া প্রচন্ড ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। ভোর বা রাতে সামান্য শীত থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত উষ্ণতা বাড়বে। নতুন করে বড় কোনও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে তা জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৩. ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫. ৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭. ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১. ৬ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৭. ৮, সর্বনিম্ন ১১. ৭ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ২৫. ৯ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৬. ৮ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়, দার্জিলিংয়ে তুষারপাতের বিপুল সম্ভাবনা, আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে আবহাওয়া? এল লেটেস্ট আপডেট