South 24 Parganas News: গঙ্গাসাগর ২০২৬ মেলাকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ তৈরি করল বিশেষ কভার
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
গঙ্গাসাগর ২০২৬ মেলাকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ তৈরি করল বিশেষ কভার। সেই কভারে গঙ্গাসাগর মেলার বর্ণনা রয়েছে। বলা হয়েছে,
advertisement
1/5

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গাসাগর ২০২৬ মেলাকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ তৈরি করল বিশেষ কভার। সেই কভারে গঙ্গাসাগর মেলার বর্ণনা রয়েছে। বলা হয়েছে, "গঙ্গাসাগর মেলা ঐতিহ্য, ভক্তি, আবেগ ও আধ্যাত্মিক বিশ্বাসের মিলনস্থল।" ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
এই বিশেষ কভারের উদ্বোধন করেছেষ ডাক বিভাগের ডিরেক্টর জেনারেল জিতেন্দ্র গুপ্তা। মকর সংক্রান্তির সময়ে গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থলে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হওয়া পূর্ণার্থীদের গঙ্গাস্নান এবং কপিল মুনির আশ্রমে শ্রদ্ধা নিবেদনের ঐতিহ্যকে স্মরণ করতে এই বিশেষ ডাক কভার প্রকাশ করা হয়েছে।
advertisement
3/5
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চীফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার প্রমুখ। এই কভারটি ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। গঙ্গাসাগর মেলাকে সারাদেশের লোক এর ফলে জানতে পারবে।
advertisement
4/5
বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় কভারটির উপর গঙ্গাসাগরে মেলার বিষয়ে লেখা হয়েছে। এখানে সারা দেশ থেকে লোক আসে বলে জানানো হয়েছে।
advertisement
5/5
গঙ্গাসাগর মেলায় এবছর এসেছেন ১ কোটি ৩০ লক্ষ পূণ্যার্থী। ফলে এই বিশেষ ডাক কভার সকলের কাছে একটি স্মরণীয় কভার হয়ে থাকল। এই কভারটি চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: গঙ্গাসাগর ২০২৬ মেলাকে স্মরণীয় করে রাখতে ডাক বিভাগ তৈরি করল বিশেষ কভার