TRENDING:

Saraswati Puja 2026: সরস্বতী পুজোতেও থিমের বাহার! শিলিগুড়ি জুড়ে অভিনব ভাবনায় বাগদেবীর আরাধনা, দেখুন চোখধাঁধানো সব মণ্ডপ

Last Updated:
Siliguri Saraswati Puja 2026: সরস্বতী পুজো মানেই এখন আর শুধুই বিদ্যার দেবীর আরাধনা নয়, সঙ্গে যুক্ত হয়েছে থিমের বাহার। বর্তমানে থিমের সঙ্গে তাল মিলিয়ে শিলিগুড়িতে এবছর সরস্বতী পুজোতেও দেখা মিলছে নানা অভিনব ভাবনার।
advertisement
1/5
সরস্বতী পুজোতেও থিমের বাহার! শিলিগুড়ি জুড়ে অভিনব ভাবনায় বাগদেবীর আরাধনা, দেখুন
সরস্বতী পুজো মানেই এখন আর শুধুই বিদ্যার দেবীর আরাধনা নয়, সঙ্গে যুক্ত হয়েছে থিমের বাহার। বর্তমান প্রজন্মের ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে শিলিগুড়িতে এবছর সরস্বতী পুজোতেও দেখা মিলছে নানা অভিনব ভাবনার। প্রতিটি মণ্ডপেই রয়েছে আলাদা চমক, যা দর্শনার্থীদের টানছে বারবার। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
2/5
রজতজয়ন্তী বর্ষে শিলিগুড়ি সূর্য সংঘ ক্লাবের এবারের বিশেষ নিবেদন নজর কেড়েছে শহরবাসীর। সুভাষপল্লি হাতিমোড় এলাকায় অনুষ্ঠিত এই পুজোয় ১৭ ফুট উচ্চতার বিশাল সরস্বতী প্রতিমা এবং দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জা আলাদা মাত্রা যোগ করেছে উৎসবে। থিম ও শিল্পকলার নিখুঁত মেলবন্ধনে এই পুজো ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় জমাচ্ছে।
advertisement
3/5
অন্যদিকে শিলিগুড়ি কালীশাহা মোড়ের নিউ বয়েজ ক্লাব এবছর উপহার দিচ্ছে ‘কিউটেস্ট সরস্বতী’ প্রতিমা। সাবলীল ও মনকাড়া নকশার এই প্রতিমা বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
advertisement
4/5
কলেজপাড়া শিশু উদ্যানে অবস্থিত কলেজপাড়া ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব এবছর বেছে নিয়েছে ব্যতিক্রমী ও ভাবনাচিন্তার থিম ‘আত্মহতি’। সমাজের কঠিন বাস্তবতাকে তুলে ধরে এই থিম দর্শনার্থীদের ভাবতে বাধ্য করছে। পাশাপাশি শান্তিনগর বউবাজার এলাকার ঐক্যতান ক্লাবের থিম ‘সংসার’ সাধারণ মানুষের জীবনের নানা দিক ফুটিয়ে তুলেছে।
advertisement
5/5
এছাড়াও মাটিগাড়া বাজারে অবস্থিত বি এল এস রাজবংশী ক্লাবের এবারের বিশেষ নিবেদন ‘কন্যাদান’ থিম। সামাজিক বার্তায় ভরপুর এই ভাবনাগুলি সরস্বতী পুজোকে শুধু উৎসবেই সীমাবদ্ধ না রেখে এক নতুন মাত্রা দিয়েছে। সব মিলিয়ে এবছর শিলিগুড়ির সরস্বতী পুজো মানেই থিমের বৈচিত্র্যে ভরপুর এক অনন্য অভিজ্ঞতা।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: সরস্বতী পুজোতেও থিমের বাহার! শিলিগুড়ি জুড়ে অভিনব ভাবনায় বাগদেবীর আরাধনা, দেখুন চোখধাঁধানো সব মণ্ডপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল