TRENDING:

South 24 Parganas News: বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত রোগী, জেলায় উদ্বেগ চিকিৎসক মহলে

Last Updated:
এই সময় হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে কম্বল, হট ওয়াটার ব্যাগ মজুত করা বাধ্যতামূলক। উষ্ণ গরম জল পান করার জন্য মানুষকে পরামর্শ দিয়েছে দপ্তর। এর বাইরেও রয়েছে চিকিৎসক ও হাসপাতালের জন্য বেশ কিছু উপদেশ। 
advertisement
1/6
বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত রোগী, জেলায় উদ্বেগ চিকিৎসক মহলে
হাড় কাঁপানো ঠান্ডায় ডেঙ্গির হার কম। তাতে কিছুটা স্বস্তি পেলেও মাথাচাড়া দিয়েছে নিউমোনিয়া। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় ৮ থেকে ৮০ এমন অনেকেই এই রোগে আক্রান্ত হয়েছেন। তথ্য বলছে, গত এক মাসে বিভিন্ন হাসপাতাল মিলিয়ে প্রায় ৪০০-র কাছাকাছি নিউমোনিয়া রোগীর চিকিৎসা হয়েছে।(তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
স্বাস্থ্য আধিকারিক ও চিকিৎসকদের আশঙ্কা, যেভাবে এবার ঠান্ডার মাত্রা বাড়ছে, তাতে আরও নিউমোনিয়া আক্রান্ত হাসপাতালে ভরতি হবেন। এদিকে প্রবল ঠান্ডার দাপটে চিকিৎসক মহলের জন্য 'বিশেষ নির্দেশিকা' জারি করল স্বাস্থ্য দফতরের। প্রবল ঠান্ডায় কেউ অসুস্থ হলে কী করতে হবে, হাসপাতালে কী কী ব্যবস্থা রাখা দরকার এরকমই একাধিক উপদেশ দেওয়া হয়েছে।(তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
তবে এখন এই জেলায় চিন্তা বাড়াচ্ছে নিউমোমিয়া। বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বহু শিশু প্রবল ঠান্ডা লেগে ভরতি হচ্ছে। পরে শারীরিক পরীক্ষা করার সময় নিউমোনিয়া ধরা পড়ছে বয়স্কদের মধ্যে এই রোগে অনেক ক্ষেত্রে প্রাণহানি হতে পারে। তাই যাঁরা এই রোগ নিয়ে আসছেন, তাঁদের বিশেষ যত্ন ও চিকিৎসা করা হচ্ছে বলে খবর। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
কমবেশি সব ব্লকেই নিউমোনিয়া আক্রান্ত রোগী রয়েছে। এদিকে এই শীতে অনেক জায়গাতেই সাধারণ মানুষ শরীর গরম করতে বাড়ির উঠোন কিংবা ঘরের মধ্যেই কাঠ-কয়লা জ্বালিয়ে হাত পা সেঁকছেন। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
এক্ষেত্রে স্বাস্থ্যদপ্তরের পরামর্শ, বদ্ধ ঘরে কোনওভাবেই এই কাজ করা যাবে না। তা না হলে কাঠ কয়লা থেকে অতিরিক্ত কার্বন মনোক্সাইড বাতাসে তৈরি হবে যা শারীরিক অসুস্থতা ডেকে আনতে পারে। মৃত্যু পর্যন্ত হতে পারে। শৈত্যপ্রবাহের জেরে কেউ আক্রান্ত হলে হাসপাতালে তাঁদের জন্য পৃথক কিছু বেড সংরক্ষণ করে রাখতে হবে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
এই সময় হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে কম্বল, হট ওয়াটার ব্যাগ মজুত করা বাধ্যতামূলক। উষ্ণ গরম জল পান করার জন্য মানুষকে পরামর্শ দিয়েছে দফতর। এর বাইরেও রয়েছে চিকিৎসক ও হাসপাতালের জন্য বেশ কিছু উপদেশ। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত রোগী, জেলায় উদ্বেগ চিকিৎসক মহলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল