আনন্দপুর অগ্নিকাণ্ড, শুভেন্দুকে 'শর্ত' চাপিয়ে মিছিলে অনুমতি হাইকোর্টের, মানতে হবে কোন নির্দেশিকা?
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Suvendu Adhikari: রুট বদলে প্রতিবাদ মিছিলের অনুমতি পেলেন শুভেন্দু অধিকারীরা। বদলাতে হবে রুট, এই মর্মে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। শীতলা মন্দির-ঢালাই ব্রিজ- ইএমবাইপাস- নরেন্দ্রপুর থানা এই রুট দিয়েই প্রতিবাদ মিছিলের অনুমতি দিল হাইকোর্ট।
advertisement
1/6

রুট বদলে প্রতিবাদ মিছিলের অনুমতি পেলেন শুভেন্দু অধিকারীরা। বদলাতে হবে রুট, এই মর্মে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। শীতলা মন্দির-ঢালাই ব্রিজ- ইএমবাইপাস- নরেন্দ্রপুর থানা এই রুট দিয়েই প্রতিবাদ মিছিলের অনুমতি দিল হাইকোর্ট।
advertisement
2/6
শুক্রবার সকাল ১১:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত প্রতিবাদ মিছিলের অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে। এই রুটে ২০০০ জমায়েতে প্রতিবাদ মিছিল করা যেতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট।
advertisement
3/6
আজ আনন্দপুরে ঘটনাস্থলে ঘুরে দেখতে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দুপুর সাড়ে তিনটে নাগাদ পৌঁছেছেন শুভেন্দু।
advertisement
4/6
শুভেন্দুর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন অশোক কীর্তনিয়া, সৌমেন রায়, নীলাদ্রি দানা, আশীষ বিশ্বাস, সুব্রত ঠাকুর-সহ ১০ জনেরও বেশি বিধায়ক।
advertisement
5/6
ইতিমধ্যেই আনন্দপুরের ঘটনাস্থলে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। এই মর্মে ঘটনাস্থলে লাগানো হয়েছে নোটিস। এলাকায় রয়েছে পুলিশ। জমায়েত করতে দিচ্ছে না। দুটি স্তরে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল।
advertisement
6/6
আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিস্থিতি এখনও গভীর উদ্বেগজনক। ইতিমধ্যে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে হাইড্রা। শুরু হয়েছে উদ্ধার কাজ। কড়া নিরাপত্তায় এলাকা ঘিরে ফেলা হয়েছে। আরও দুটি ঝলসানো দেহ উদ্ধার হয়েছে বুধবার মধ্যরাতে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
আনন্দপুর অগ্নিকাণ্ড, শুভেন্দুকে 'শর্ত' চাপিয়ে মিছিলে অনুমতি হাইকোর্টের, মানতে হবে কোন নির্দেশিকা?