TRENDING:

Alipurduar News: ফ্রায়েড রাইস, চিকেন স্কুল পিকনিকে পেট ভরে খেল পড়ুয়ারা 

Last Updated:
মিড ডে মিল নয়, স্কুলেই পিকনিকের আয়োজন করলেন শিক্ষক, শিক্ষিকারা। অল্প পড়াশুনো সেরেই পিকনিকে মজে উঠল এদিন পড়ুয়ারা। খাবারেও ছিল লোভনীয় সব পদ। 
advertisement
1/5
শ্রমিক মহল্লার স্কুলে পিকনিক, ফ্রায়েড রাইস থেকে চাটনি খেল স্কুল পড়ুয়ারা 
কালচিনি, অনন্যা দে: মিড ডে মিল নয়, স্কুলেই পিকনিকের আয়োজন করলেন শিক্ষক, শিক্ষিকারা। অল্প পড়াশুনো সেরেই পিকনিকে মজে উঠল এদিন পড়ুয়ারা। খাবারেও ছিল লোভনীয় সব পদ।
advertisement
2/5
এমন দৃশ্য দেখা গেল দলসিং পাড়া সরস্বতী প্রাথমিক বাংলা বিদ্যালয় প্রাঙ্গনে।স্কুলে এসে পিকনিকে শামিল হওয়া যাবে, এ যেন অলীক কল্পনা পড়ুয়াদের কাছে। স্কুলে এসে রোজ মিড ডে মিল মেলে তবে পিকনিকের খাবার মিলল তাও আবার স্কুলে এ যেন পরম পাওনা পড়ুয়াদের কাছে।
advertisement
3/5
ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি পেট ভরে খেল পড়ুয়ারা। স্কুলেই পিকনিকের মত খেলাধুলো হল। মিলল পুরস্কার।দলসিংপাড়া চা বাগান ঘেরা এলাকা।এই এলাকায় সরকারি বাংলা মাধ্যমের প্রাথমিক বিদ্যালয় এটি।
advertisement
4/5
স্কুলে পড়তে আসে শ্রমিক পরিবারের পড়ুয়ারা।বাগান এতদিন বন্ধ ছিল। পেট ভরে খাওয়া কী হয়, জানত না এই পড়ুয়ারা। যদিও বাগান খুলেছে সম্প্রতি। তবুও অনটন কমছে না। এর মধ্যে স্কুলে এমন আয়োজন, পড়ুয়াদের মুখে এনে দিয়েছে চওড়া হাসি।
advertisement
5/5
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর বসু জানান, "স্কুলের মধ্যে পিকনিকের আনন্দ দিলাম আমরা। পড়াশুনো, খেলাধুলো, খাওয়া দাওয়া মিলে দারুণ কাটলো দিন।পড়ুয়াদের খুশি দেখে আমরাও খুশি।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: ফ্রায়েড রাইস, চিকেন স্কুল পিকনিকে পেট ভরে খেল পড়ুয়ারা 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল