Siliguri News: শিলিগুড়িবাসীর জন্য গুড নিউজ! শহরে প্রথমবার জাতীয় স্তরের 'ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কনক্লেভ', পর্যটনের মানচিত্রে নতুন দিশা
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Siliguri News: আয়োজকদের মতে, এই কনক্লেভের মূল লক্ষ্য উত্তরবঙ্গ ও সিকিমকে ভারতের পরবর্তী বড় পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করা।
advertisement
1/6

পর্যটনের জাতীয় মানচিত্রে উত্তরবঙ্গ ও সিকিমকে আরও জোরালোভাবে তুলে ধরার লক্ষ্যে শিলিগুড়িতে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে বৃহৎ পর্যায়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কনক্লেভ। এই কনক্লেভের মাধ্যমে শিলিগুড়ি সরাসরি দেশের হসপিটালিটি ও পর্যটন শিল্পের কেন্দ্রবিন্দুতে উঠে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/6
ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (ICC)-এর উদ্যোগে এবং মেক মাই ট্রিপ-এর সহযোগিতায় আয়োজিত এই দুই দিনের কনক্লেভ শিলিগুড়ির আই টি সি ফরচুনার সিলেক্ট-এ অনুষ্ঠিত হবে। ১৬ ও ১৭ জানুয়ারি— এই দু’দিন জুড়ে চলবে পর্যটন শিল্পের ভবিষ্যৎ, বিনিয়োগ সম্ভাবনা ও আঞ্চলিক বিকাশ নিয়ে বিস্তৃত আলোচনা।
advertisement
3/6
এই কনক্লেভে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০০-রও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন ৩০ জনেরও বেশি জাতীয় স্তরের বক্তা, শিল্পনেতা ও নীতিনির্ধারক। ৫০টিরও বেশি হসপিটালিটি ব্র্যান্ড ও প্রদর্শকের অংশগ্রহণে শিলিগুড়িতে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নেটওয়ার্কিং ও ব্যবসায়িক মঞ্চ।
advertisement
4/6
আয়োজকদের মতে, এই কনক্লেভের মূল লক্ষ্য উত্তরবঙ্গ ও সিকিমকে ভারতের পরবর্তী বড় পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করা। প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও আঞ্চলিক বৈশিষ্ট্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তি, ডিজাইন ও সহযোগিতার মাধ্যমে কীভাবে পর্যটন শিল্পকে নতুন দিশা দেওয়া যায়, তা নিয়েই মূলত আলোচনা করা হবে।
advertisement
5/6
কনক্লেভে একাধিক Keynote Session, Fireside Chat, Leadership Talk ও Panel Discussion অনুষ্ঠিত হবে। আলোচনার কেন্দ্রে রয়েছে হসপিটালিটি ও ট্যুরিজমে AI ও অটোমেশন, ভবিষ্যতের পর্যটন শিল্প, নতুন প্রজন্মের হসপিটালিটি মডেল, ডিজিটাল বুকিং ও OTA ডিমান্ড, বিলাসবহুল হোটেল ব্র্যান্ড তৈরি এবং আধুনিক হোটেল ডিজাইন ট্রেন্ড।
advertisement
6/6
ICC নর্থ বেঙ্গলের নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এই কনক্লেভ শুধুমাত্র একটি আলোচনা সভা নয়, বরং উত্তরবঙ্গ ও সিকিমের পর্যটন শিল্পের ভবিষ্যৎ রূপরেখা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। উদ্যোক্তাদের আশা, Tourism & Hospitality Conclave 2026 ভবিষ্যতে এই অঞ্চলে বিনিয়োগ, কর্মসংস্থান ও আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। (ছবি ও তথ্যঃ ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Siliguri News: শিলিগুড়িবাসীর জন্য গুড নিউজ! শহরে প্রথমবার জাতীয় স্তরের 'ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কনক্লেভ', পর্যটনের মানচিত্রে নতুন দিশা