North 24 Parganas News: আপনার চোখের সামনে বানিয়ে দেবে টল-ঝাল-মিষ্টি আচার, পাবেন ঘর সাজানোর দারুণ জিনিস, চলে আসুন নিউটনের সবলা মেলায়
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Sabala Mela: রাজ্যের বিভিন্ন জেলার হরেক রকমের আচার তৈরি শিখতেই এখন ভিড় জমছে নিউটনের এই মেলায়! আছে আরও অনেক কিছু
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: লাইভ আচার তৈরি দেখতেই এখন ভিড় জমছে এই মেলায়। হরেক রকমের আচার লাইভ তৈরি করে দেখান হচ্ছে এখানে। নিউটাউনে চলছে রাজ্য সবলা মেলা, জমজমাট আয়োজনে প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই মেলায়। ঘর সাজানো থেকে বিভিন্ন জেলার ফুড আইটেম চেখে দেখতে আপনিও কিন্তু ঢু মারতেই পারেন
advertisement
2/6
রাজ্য সরকারের উদ্যোগে প্রতিবছরই আয়োজিত হয় এই সবলা মেলা। নিউ টাউন মেলা গ্রাউন্ডে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত মেলা দর্শকদের জন্য খোলা থাকছে
advertisement
3/6
মেলায় রাজ্যের বিভিন্ন জেলার স্বনির্ভর গোষ্ঠী ও শিল্পীদের তৈরি সামগ্রীর পসরা সাজানো হয়েছে। পুরুলিয়া, কোচবিহার, মেদিনীপুর, বাঁকুড়া সহ একাধিক জেলার স্টল রয়েছে। প্রতিটি স্টলেই উঠে আসছে জেলার স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া
advertisement
4/6
মেলায় পাওয়া যাচ্ছে শাড়ি, হাতের কাজের শৌখিন সামগ্রী, ঘর সাজানোর নানান জিনিস, আসবাবপত্র স্টল সহ নানা ধরনের পণ্য। পাশাপাশি বিভিন্ন জেলার বিশেষ খাবারের স্টল থাকায় ভুরিভোজেও মজছেন মেলাপ্রেমীরা
advertisement
5/6
মেলা শুরুর পর থেকেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। বিশেষ করে দুপুর গড়ালেই বাড়ছে ভিড়, সন্ধ্যার দিকে তা আরও জমে উঠছে। কেনাকাটা থেকে শুরু করে খাবার আর সংস্কৃতির মেলবন্ধনে রীতিমতো উৎসবের আবহ তৈরি হয়েছে নিউটাউন মেলা গ্রাউন্ড জুড়ে
advertisement
6/6
আয়োজকদের আশা, আগামী কয়েক দিনে ভিড় আরও বাড়বে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীদের তৈরি পণ্য মানুষের কাছে পৌঁছনোর পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবেন তাঁরা
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: আপনার চোখের সামনে বানিয়ে দেবে টল-ঝাল-মিষ্টি আচার, পাবেন ঘর সাজানোর দারুণ জিনিস, চলে আসুন নিউটনের সবলা মেলায়