TRENDING:

North Sikkim Snowfall: সিকিম না সুইৎজারল্যান্ড? বরফে মোড়া লাচুংয়ে ভারী তুষারপাত, আনন্দে আত্মহারা পর্যটকরা

Last Updated:
North Sikkim Snowfall: উত্তর সিকিমে প্রবল তুষারপাত হলেও সেখানে বিপর্যয়ের ছবি নয়, বরং আনন্দ আর উৎসবের আবহই চোখে পড়ছে। নাথুলা, লাচুং-সহ একাধিক এলাকায় চারপাশ ঢেকে গেছে সাদা বরফে, আর সেই দৃশ্য উপভোগ করতেই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
advertisement
1/5
সিকিম না সুইৎজারল্যান্ড? বরফে মোড়া লাচুংয়ে ভারী তুষারপাত, আনন্দে আত্মহারা পর্যটকরা
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : উত্তর সিকিমে প্রবল তুষারপাত হলেও সেখানে বিপর্যয়ের ছবি নয়, বরং আনন্দ আর উৎসবের আবহই চোখে পড়ছে। নাথুলা, লাচুং-সহ একাধিক এলাকায় চারপাশ ঢেকে গেছে সাদা বরফে, আর সেই দৃশ্য উপভোগ করতেই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
advertisement
2/5
হিমেল হাওয়া আর বরফে মোড়া পাহাড়ি রাস্তায় অনেক পর্যটকই থেমে থেমে ছবি তুলছেন, ভিডিও করছেন, কেউ আবার বরফ নিয়ে খেলায় মেতেছেন। পর্যটকদের কাছে এই তুষারপাত যেন শীতের ছুটির বাড়তি উপহার।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
বরফ পড়ার সময় কয়েকটি পর্যটকবাহী গাড়ি সাময়িকভাবে আটকে পড়লেও আতঙ্কের কোনও পরিস্থিতি তৈরি হয়নি। ভারতীয় সেনা, সিকিম পুলিশ, বিআরও (BRO) ও স্থানীয়দের সহযোগিতায় তিনটি গাড়িই নিরাপদে সহায়তা পায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
উদ্ধার অভিযানের সময়ও পর্যটকদের মুখে ছিল হাসি। অনেকেই বলছেন, জীবনে প্রথমবার এমন ঘন তুষারপাত দেখার সুযোগ পেয়ে তাঁরা দারুণ উচ্ছ্বসিত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা ও নজরদারি বজায় রেখেই পর্যটকদের উত্তর সিকিমের বরফঢাকা সৌন্দর্য উপভোগ করতে দেওয়া হচ্ছে। তুষারপাতের মাঝে আনন্দে ভরা উত্তর সিকিম এখন যেন পর্যটকদের স্বপ্নের গন্তব্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Sikkim Snowfall: সিকিম না সুইৎজারল্যান্ড? বরফে মোড়া লাচুংয়ে ভারী তুষারপাত, আনন্দে আত্মহারা পর্যটকরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল