TRENDING:

Education News: টেলিস্কোপে চোখ রেখে মহাকাশের দুনিয়া দেখল খুদে পড়ুয়ারা! ধরা দিল অজানা ব্রহ্মাণ্ডের রহস্য

Last Updated:
North 24 Parganas Education News: কর্মসূচিতে বিজ্ঞানমঞ্চের সদস্যরা টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করেন।
advertisement
1/6
টেলিস্কোপে চোখ রেখে মহাকাশের দুনিয়া দেখল খুদে পড়ুয়ারা, ধরা দিল অজানা ব্রহ্মাণ্ডের রহস্য
সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ব্যতিক্রমী আকাশ পর্যবেক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। (ছবি ও তথ্য - জুলফিকার মোল্যা)
advertisement
2/6
কর্মসূচিতে বিজ্ঞানমঞ্চের সদস্যরা টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের হাতে-কলমে নক্ষত্র, গ্রহ ও মহাকাশের নানা অজানা রহস্য সম্পর্কে ধারণা দেওয়া হয়। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বিজ্ঞান শেখার এই সুযোগ ছাত্রছাত্রীদের বিশেষভাবে আকর্ষণ করে।
advertisement
3/6
আকাশে দৃশ্যমান বিভিন্ন গ্রহ, নক্ষত্রমণ্ডল ও মহাজাগতিক বস্তু সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন বিজ্ঞানমঞ্চের সদস্যরা। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের কৌতূহল ও আগ্রহ চোখে পড়ার মতো ছিল। অনেকেই জীবনে প্রথমবার টেলিস্কোপে মহাকাশ দেখার অভিজ্ঞতা লাভ করে।
advertisement
4/6
এই কর্মসূচিতে কয়েকশো ছেলে-মেয়ের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবকরাও সমান উৎসাহ নিয়ে গোটা অনুষ্ঠান উপভোগ করেন। পুরো কর্মসূচি জুড়ে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
advertisement
5/6
বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের উদ্যোগকে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও শিক্ষকমহল সকলেই স্বাগত জানান। তাদের মতে, বইয়ের বাইরেও এই ধরনের বাস্তবভিত্তিক শিক্ষাই নতুন প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী করে তুলবে।
advertisement
6/6
আয়োজকদের দাবি, এই ধরনের আকাশ পর্যবেক্ষণ কর্মসূচি সুন্দরবনের পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানের প্রতি কৌতূহল ও গবেষণার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তারা। (ছবি ও তথ্য - জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Education News: টেলিস্কোপে চোখ রেখে মহাকাশের দুনিয়া দেখল খুদে পড়ুয়ারা! ধরা দিল অজানা ব্রহ্মাণ্ডের রহস্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল