TRENDING:

PM Modi on Anandapur Fire: ‘গভীরভাবে শোকাহত,’ আনন্দপুর কাণ্ডে প্রতিক্রিয়া নরেন্দ্র মোদির, নিহতদের পরিবার ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা

Last Updated:
পুলিশের সূত্র বলছে, ওই ব্যক্তির শরীরের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেলেও, তাঁর পরনের পোশাক দেখে অনুমান করা হচ্ছে তিনি ওই মোমো প্রস্তুতকারক সংস্থারই কর্মী। তাঁর বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। যদিও ওই ব্যক্তির পরিবার এখনও নিশ্চিতভাবে দেহটি শনাক্ত করেনি। তাই ওই দেহটিও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
advertisement
1/8
‘গভীরভাবে শোকাহত,’ আনন্দপুর কাণ্ডে প্রতিক্রিয়া মোদির, ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা
নয়াদিল্লি: আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘গভীর ভাবে শোকাহত৷’ নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷
advertisement
2/8
এদিন সোশ্যাল মিডিয়া ‘X’এ একটি পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘পশ্চিমবঙ্গের আনন্দপুরে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তাতে আমি গভীরভাবে শোকাহত৷ যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই৷ যাঁরা আহত, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি৷’এদিন সোশ্যাল মিডিয়া ‘X’এ একটি পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘পশ্চিমবঙ্গের আনন্দপুরে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তাতে আমি গভীরভাবে শোকাহত৷ যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই৷ যাঁরা আহত, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি৷’
advertisement
3/8
মোদি তাঁর পোস্টে লেখেন, ‘প্রধানমন্ত্রী আপৎকালীন তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে৷ আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য৷’
advertisement
4/8
ভয়াবহ অগ্নিকাণ্ডের চারদিনের মাথায় আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভস্মীভূত গোডাউনে কার্যত মৃত্যুমিছিল। ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে একের পর এক দগ্ধ দেহ। বৃহস্পতিবার সারাদিনে উদ্ধার হল আরও চারজনের দেহ। ফলে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫-এ।ভয়াবহ অগ্নিকাণ্ডের চারদিনের মাথায় আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভস্মীভূত গোডাউনে কার্যত মৃত্যুমিছিল। ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে একের পর এক দগ্ধ দেহ। বৃহস্পতিবার সারাদিনে উদ্ধার হল আরও চারজনের দেহ। ফলে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫-এ।
advertisement
5/8
বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২১। বৃহস্পতিবার ভোররাতে দুটি এবং বিকেলের দিকে আরও দুটি দগ্ধ দেহাবশেষ পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া দেহাবশেষ এতটাই ভস্মীভূত যে সাধারণ চোখে শনাক্ত করা প্রায় অসম্ভব।
advertisement
6/8
ইতিমধ্যেই ১৬ জনের দেহ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের নিকটাত্মীয়দের থেকে এখনও পর্যন্ত ভ্যারিয়েবল ডিএনএ স্যাম্পল বা নমুনা সংগ্রহ হয়েছে ৩২টি। স্টেট ফরেনসিক প্যাথলজি উইং এগুলোকে ম্যাপিং করছে।
advertisement
7/8
বৃহস্পতিবার সারাদিনে যে চারটি দেহ উদ্ধার হয়েছে, তা আজ শুক্রবার মোমিনপুর কাটাপুকুর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এই ২৫ জনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র একটি প্রায় পূর্ণাঙ্গ দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
8/8
পুলিশের সূত্র বলছে, ওই ব্যক্তির শরীরের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেলেও, তাঁর পরনের পোশাক দেখে অনুমান করা হচ্ছে তিনি ওই মোমো প্রস্তুতকারক সংস্থারই কর্মী। তাঁর বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। যদিও ওই ব্যক্তির পরিবার এখনও নিশ্চিতভাবে দেহটি শনাক্ত করেনি। তাই ওই দেহটিও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
PM Modi on Anandapur Fire: ‘গভীরভাবে শোকাহত,’ আনন্দপুর কাণ্ডে প্রতিক্রিয়া নরেন্দ্র মোদির, নিহতদের পরিবার ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল