Nadia News: মুখস্থবিদ্যা ছেড়ে হাতেকলমে 'পরিবেশ পরিচয়'! কৃষ্ণনগরের স্কুলে অভিনব আয়োজন, পড়ুয়াদের পাশাপাশি খুশি অভিভাবকরাও
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Nadia News: অভিভাবকদের মতে, এই ধরনের প্রদর্শনী শিশুদের মধ্যে পরিবেশ রক্ষার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
advertisement
1/6

কৃষ্ণনগরে বনসাইয়ের মেলা। এ ভি স্কুলে দুর্লভ গাছের প্রদর্শনী। ছাত্রছাত্রীদের গাছ ও প্রকৃতির সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত করাতে কৃষ্ণনগর এ ভি স্কুলের মাঠে এক বিশেষ বনসাই প্রদর্শনী ও মেলার আয়োজন করা হল। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
2/6
কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন সেভ জলঙ্গির শিক্ষামূলক এই উদ্যোগের মূল লক্ষ্য, পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং উদ্ভিদের প্রতি আগ্রহ ও ভালোবাসা জাগিয়ে তোলা।
advertisement
3/6
এই প্রদর্শনীতে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনা হয়েছে রকমারি ও দুষ্প্রাপ্য প্রজাতির বনসাই গাছ। ছোট আকারের হলেও নিখুঁত পরিচর্যা ও শিল্পিত ছাঁটের মাধ্যমে গাছগুলিকে আকর্ষণীয় রূপ দেওয়া হয়েছে, যা ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল কৌতূহল সৃষ্টি করেছে।
advertisement
4/6
অনেকে প্রথমবার এত কাছ থেকে বনসাই দেখার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন। প্রদর্শনীতে বনসাই তৈরির কৌশল, পরিচর্যার পদ্ধতি এবং বিভিন্ন প্রজাতির বৈশিষ্ট্য সম্পর্কেও তথ্য দেওয়া হয়।
advertisement
5/6
শিক্ষকেরা জানান, বইয়ের বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রকৃতিকে চিনতে পারলে পড়ুয়াদের শেখার আগ্রহ অনেকটাই বাড়ে। এ ভি স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও।
advertisement
6/6
তাঁদের মতে, এই ধরনের প্রদর্শনী শিশুদের মধ্যে পরিবেশ রক্ষার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পুরো অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশ ও শিক্ষামূলক আবহ মিলেমিশে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nadia News: মুখস্থবিদ্যা ছেড়ে হাতেকলমে 'পরিবেশ পরিচয়'! কৃষ্ণনগরের স্কুলে অভিনব আয়োজন, পড়ুয়াদের পাশাপাশি খুশি অভিভাবকরাও