Kolkata Book Fair 2026: রাতারাতি সেলিব্রেটি! কলকাতার বইমেলায় 'বডিগার্ড' নিয়ে ঘুরছে ম্যাসকট জুটি, সেলফি নিতে হুড়োহুড়ি আগতদের
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Kolkata Book Fair 2026: কলকাতার আন্তর্জাতিক বইমেলায় রাতারাতি সেলিব্রেটি তকমা পেল বিশেষ ম্যাসকট জুটি। সাধারণ মানুষ তো বটেই, এমনকি বডিগার্ড নিয়ে ঘোরার স্টাইল দেখে সেলফি তোলার হিড়িক পড়েছে মেলা প্রাঙ্গণে। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম দশা কর্তৃপক্ষের। এই ম্যাসকট জুটির ভাইরাল এবং তাদের জনপ্রিয়তা নিয়ে জানুন বিস্তারিত।
advertisement
1/5

বইমেলার নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন দু'জন, সকলের সঙ্গেই তুলছেন সেলফি। ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতেও যেন ভিভিআইপি সেলিব্রেটি হয়ে উঠেছে এরাই। প্রতিদিন এই সেলেব্রেটি জুটিকে দেখতেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে বই মেলায়। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ন রায়)
advertisement
2/5
বইমেলার দীর্ঘ ইতিহাসে দ্বিতীয় বর্ষেও তাদের জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে। মেলা কর্তৃপক্ষ অফিসিয়াল ম্যাসকট হিসাবেই সামনে এনেছিলেন হাসো ও হাসিকে। যারা এখন প্রতিদিন মেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়াচ্ছে দুলকি চালে।
advertisement
3/5
হাঁসের আদল, চশমা চোখে যেন চেনা বাঙালি সাজে মেলায় দেখা মিলছে এই ম্যাসকট জুটিকে। বই কেনার ফাঁকে তাই একবার হলেও তাদের সঙ্গে সেলফি ছবি এমনকি হাত মেলানোর হিড়িক দেখা যাচ্ছে বইমেলায়। বাচ্চাদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে এই হাসো হাসি।
advertisement
4/5
এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনার পতাকার রঙেই তাদের পোশাকের রং রাখা হয়েছে। ভেতরে রয়েছে ফ্যান। কারণ এই ধরনের পোশাক পরলে ভেতরে চরম গরম পরিস্থিতি তৈরি হয়। ভিতরে থাকা ব্যক্তিদের যাতে কোনওরকম শারীরিক অসুবিধা না হয় তার জন্যই বিশেষ ভাবনায় তৈরি এই ম্যাসকট।
advertisement
5/5
ম্যাসকটটি সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ডিজাইন করেছিলেন বলেই জানা যায়। রীতিমতো পাঁচ থেকে ছয় জন বডিগার্ড নিয়ে এখন সল্টলেক বই মেলা প্রাঙ্গণের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই সেলিব্রেটি ম্যাসকট জুটি হাসো হাসি। (ছবি ও তথ্য: রুদ্র নারায়ন রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Kolkata Book Fair 2026: রাতারাতি সেলিব্রেটি! কলকাতার বইমেলায় 'বডিগার্ড' নিয়ে ঘুরছে ম্যাসকট জুটি, সেলফি নিতে হুড়োহুড়ি আগতদের