TRENDING:

IPAC ED Case Update: ‘আপনি চান আমরা সাসপেনশন করি?,’ সুপ্রিম কোর্টে শুরু I-PAC মামলার শুনানি...জোর সওয়াল ইডি-র

Last Updated:
বিচারপতি মিশ্রা তখন প্রশ্ন করেন, ‘‘আপনি চান আমরা সাসপেনশন করি? ’’ সলিসিটার জেনারেল উত্তরে বলেন, ‘‘এর আগেও এরকম ঘটনা ঘটেছে। ধর্নায় বসেছেন তৎকালীন পুলিশ কমিশনার। সিটিং আইনমন্ত্রী হাইকোর্টের ভিতরে ঢুকে স্লোগান দিচ্ছেন। শুনানি বিঘ্নিত করার চেষ্টা করছেন। একাধিক এরকম উদাহরণ আছে৷’’
advertisement
1/6
‘আপনি চান আমরা সাসপেনশন করি?,’ সুপ্রিম কোর্টে শুরু I-PAC মামলার শুনানি...জোর সওয়াল ইডি-র
নয়াদিল্লি: ঘটনার ঠিক একসপ্তাহ পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুরু হল আইপ্যাক কাণ্ডে ইডি মামলার শুনানি৷ বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চের সামনে সওয়াল শুরু করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা৷
advertisement
2/6
সলিসিটার জেনারেল— ‘শকিং ঘটনার রিপিটেশন ঘটছে। মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) ‘বার্জ ইন’ করেছে। এর আগেও ধর্নায় বসেছে মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে ইউনিফর্ম পরে৷ ইডির পাশাপাশি আধিকারিকরাও আবেদন করেছেন। তাঁরা দেশের নাগরিক। আগেও জয়েন্ট ডিরেক্টরের বাড়িতে হামলা হয়েছে। তাঁরা আতঙ্কিত হয়ে ফোন করতে বাধ‍্য হয়েছেন।
advertisement
3/6
তুষার মেহতা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নথি ছিনিয়ে এনেছেন। তারপর উনি ঘোষণা করেছেন যা করেছেন ঠিক করেছেন। এটা চলতে দিতে থাকলে খারাপ নজির তৈরি হয়ে যাবে। কেন্দ্রীয় কর্মীদের মনোবল ভেঙে যাবে। এরকম রাজ‍্যের অধীনস্থ পুলিশ কর্মীরা ভাববেন, তাঁরা এভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যেকোনও জায়গায় ঢুকে ছিনিয়ে আনতে পারে। আমি অনুরোধ করব এমন রায় দেওয়া হোক যেটা নির্দশন হয়ে থাকে। ওই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করা হোক৷’’
advertisement
4/6
বিচারপতি মিশ্রা তখন প্রশ্ন করেন, ‘‘আপনি চান আমরা সাসপেনশন করি? ’’ সলিসিটার জেনারেল উত্তরে বলেন, ‘‘এর আগেও এরকম ঘটনা ঘটেছে। ধর্নায় বসেছেন তৎকালীন পুলিশ কমিশনার।সিটিং আইনমন্ত্রী হাইকোর্টের ভিতরে ঢুকে স্লোগান দিচ্ছেন। শুনানি বিঘ্নিত করার চেষ্টা করছেন। একাধিক এরকম উদাহরণ আছে৷’’
advertisement
5/6
অন্যদিকে, তৃণমূল পক্ষের আইনজীবী গোটা বিষয়টিতেই আপত্তি জানিয়েছেন৷ Whatsapp চ্যাটের কপি পেশ করে মেহেতা বলছেন, ‘‘পার্টির লিগাল সেল মেসেজ করে জমায়েত করতে বলেছিল। আমরা এবিষয়ে affidavit পেশ করব আমরা এবিষয়ে affidavit পেশ করব তল্লাশি চলাকালীন আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে কোন নথি সংগ্রহ করিনি। তদন্তের প্রয়োজনে নথি বাজেয়াপ্ত করা হয়েছিল।’’
advertisement
6/6
এসজি-র কথায়, ‘‘ইডি এখনও পর্যন্ত ৩০ হাজার কোটি টাকা উদ্ধার করে ভিকটিমদের ফিরিয়ে দিয়েছি। ইডি শুধু তদন্তের কাজই করে না, ভিকটিমদের হয়েও সওয়াল করে। আমাদের আধিকারিকেরাও আবেদন করেছেন। তাঁদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে৷’’ বিচারপতি মিশ্রা প্রশ্ন করেন, ‘‘আপনারা কেন গিয়েছিলেন?’’ এসজি বলেন, ‘‘আমরা গিয়েছিলাম তদন্ত করতে। ওরা অভিযোগ করছে এসআইআর নথি নিতে গিয়েছিলাম। এসআইআর নথি কোনও মুর্খই নিতে যাবে। সেটা অনলাইনে আছে। আমরা কয়লা মামলার তদন্তে গিয়েছিলাম।’’
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IPAC ED Case Update: ‘আপনি চান আমরা সাসপেনশন করি?,’ সুপ্রিম কোর্টে শুরু I-PAC মামলার শুনানি...জোর সওয়াল ইডি-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল