Indian Railways: মাত্র ৫-১০ বছরের অপেক্ষা নয়, ১০০ বছরের দীর্ঘ প্রতীক্ষার ভারতীয় রেল কি সত্যি সুখবর দিল এই জেলার বাসিন্দাদের
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Indian Railways: সিউড়ির রেল মানচিত্রে বড় বদল! ১০০ বছরের অপেক্ষার ইতি টানতে কি তবে গতি পাচ্ছে সিউড়ি-প্রান্তিক রেল লাইন?
advertisement
1/5

বীরভূমের সদর শহর সিউড়িকে ঘিরে নতুন রেল প্রকল্প নিয়ে আশার সঞ্চার হয়েছে।বৃহস্পতিবার পূর্ব রেলের হেড কোয়ার্টারের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সিউড়ি-প্রান্তিক নতুন রেল লাইনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ওই পোস্টে জানানো হয়েছে, এই রেল লাইন তৈরি হলে রেল নেটওয়ার্কে বিকল্প পথ তৈরি হবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
পূর্ব রেলের দাবি অনুযায়ী, সিউড়ি-প্রান্তিক রেল লাইন চালু হলে রেল নেটওয়ার্কের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে। শিক্ষাপ্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র ও তীর্থক্ষেত্রে যাতায়াত আরও সহজ হবে। প্রত্যন্ত অঞ্চলগুলিকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সুদৃঢ়ভাবে যুক্ত করার সুযোগ তৈরি হবে বলেও জানানো হয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
বীরভূমের সদর শহর সিউড়িতে বছরের পর বছর নতুন কোনও রেল প্রকল্প লক্ষ্য করা যায়নি। বিভিন্ন সূত্রের দাবি, অন্তত ১০০ বছর ধরে সিউড়িকে কেন্দ্র করে নতুন কোনও রেল লাইনের কাজ শুরু হয়নি। সেই প্রেক্ষাপটে সাম্প্রতিক রেল প্রকল্পগুলির ঘোষণা সিউড়িবাসীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
দিন দু'য়েক আগেই Indian Railways বোর্ডের একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর-নলা রেল লাইনের জন্য এফএলএস (ফাইনাল লোকেশন সার্ভে) ও ডিপিআর (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট) তৈরিতে ২ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই রেলপথ তৈরি হলে সিউড়ির সঙ্গে বক্রেশ্বর, রাজনগর ও ঝাড়খণ্ডের নলা সরাসরি রেলপথে যুক্ত হবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
এরই পাশাপাশি আরও এক সুখবর মিলেছে ৩৩.৯৮ কিলোমিটার দীর্ঘ সিউড়ি-প্রান্তিক রেল লাইন তৈরির বিষয়েও জোর দিতে শুরু করেছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের বক্তব্য অনুযায়ী, এই প্রকল্প বাস্তবায়িত হলে সিউড়ি ও আশপাশের এলাকার যোগাযোগ, ব্যবসা ও পর্যটনে নতুন দিগন্ত খুলে যাবে। দীর্ঘদিনের অপেক্ষার পর সিউড়ির রেল মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: মাত্র ৫-১০ বছরের অপেক্ষা নয়, ১০০ বছরের দীর্ঘ প্রতীক্ষার ভারতীয় রেল কি সত্যি সুখবর দিল এই জেলার বাসিন্দাদের