IMD West Bengal Weather: ফেব্রুয়ারির শুরুতেই...! আবহাওয়ার 'মেগা' ভোলবদল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কী হবে উত্তরে? বড় হুঁশিয়ারি দিয়ে দিল IMD
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD West Bengal Weather: ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আবহাওয়ায় ঠান্ডাভাব বজায় থাকবে উত্তরবঙ্গে।তারপর ধীরে ধীরে কমতে পারে শীত।হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গিয়েছে আগামী দুই দিন মোটামুটি হালকা মেঘলা থাকবে আকাশ।জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট।
advertisement
1/12

শীতের শেষে আবহাওয়ার মেগা আপডেট রাজ্য জুড়ে। পূর্বাভাস বলছে, আগামী ৪দিন শুষ্ক আবহাওয়া থাকবে। সেই সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের চার জেলায়। তাপমাত্রা সামান্য কমেছে।
advertisement
2/12
দক্ষিণবঙ্গে শীতের আমেজ এখন শুধুই সকাল ও সন্ধ্যায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গে তিন জেলায় কুয়াশা থাকবে সকালের দিকে।
advertisement
3/12
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে সকালের দিকে।
advertisement
4/12
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে বলে পূর্বাভাসে ইঙ্গিত দিয়েছে আলিপুর। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে।
advertisement
5/12
আজ ও কাল কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা দেখা যাবে সকালের দিকে।
advertisement
6/12
দক্ষিণবঙ্গে উঠানামা করবে তাপমাত্রা। স্বাভাবিক বা স্বাভাবিকের উপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। ফেব্রুয়ারির শুরুতে আগামী সপ্তাহে ফের চরবে পারদ। সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ থাকবে।
advertisement
7/12
তবে সেই আমেজ বেলা বাড়লে কার্যত উধাও হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। স্বাভাবিক বা তার উপরে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার ওঠানামা চলবে। তবে দু ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রার উঠানামা।
advertisement
8/12
ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আবহাওয়ায় ঠান্ডাভাব বজায় থাকবে উত্তরবঙ্গে।তারপর ধীরে ধীরে কমতে পারে শীত।হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গিয়েছে আগামী দুই দিন মোটামুটি হালকা মেঘলা থাকবে আকাশ।জেনে নেওয়া যাক আবহাওয়ার বড় আপডেট।
advertisement
9/12
উত্তরের আকাশ মেঘলা থাকার কারণ হিসেবে পশ্চিমী ঝঞ্ঝার কথা উল্লেখ করছে হাওয়া অফিস। এই ঝঞ্ঝাই আকাশ মেঘলা করছে। পাশাপাশি তাপমাত্রার হেরফের ঘটাচ্ছে বলে মনে করা হচ্ছে।
advertisement
10/12
জাঁকিয়ে শীত না ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে উত্তরের সব জেলায়। শুধু তাই নয়, দার্জিলিং এলাকায় তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে।হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও।
advertisement
11/12
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসতে পারে দু-এক জায়গায়।
advertisement
12/12
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় কেমন থাকবে তা জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৪. ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৭. ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৮. ২, সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৬. ২ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD West Bengal Weather: ফেব্রুয়ারির শুরুতেই...! আবহাওয়ার 'মেগা' ভোলবদল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, কী হবে উত্তরে? বড় হুঁশিয়ারি দিয়ে দিল IMD