TRENDING:

IMD Weather Update: সরস্বতী পুজোয় শীত বাড়বে? নাকি ঠান্ডা উধাও? বাংলায় ফের কি শীতের হাওয়ায় লাগবে নাচন? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। সোমবার থেকে বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও।
advertisement
1/8
সরস্বতী পুজোয় শীত বাড়বে? নাকি ঠান্ডা উধাও? বাংলায় ফের কি শীতের হাওয়ায় লাগবে নাচন? জানুন
★সকালে শীত, দুপুরে একটু কম। সন্ধে হতেই ফের ঠান্ডা হাওয়া। শীতের কী পরিস্থিতি বাংলায়? আবহাওয়া আপডেট দিলেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়, আবহাওয়াবিদ, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/8
★ কলকাতা ও সংলগ্ন জেলায় দিনের বেলায় উষ্ণ আবহাওয়ায় সরস্বতী বন্দনা। কিছুটা তাপমাত্রা বাড়লেও বসন্ত পঞ্চমীতে শীতের আমেজ থাকবে পশ্চিমের জেলায়। সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও দিনের বেলায় শীত উধাও থাকবে সরস্বতী পুজোর দিন। খুব সকালে হালকা কুয়াশা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
3/8
★আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। সোমবার থেকে বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও।
advertisement
4/8
★কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলেও জেলার ক্ষেত্রে ৭ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।
advertisement
5/8
★উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা বাদ দিয়ে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এই তাপমাত্রাও সোমবারের পর দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
advertisement
6/8
★ প্রধানমন্ত্রীর সফরে ১৭ জানুয়ারি মালদহতে এবং ১৮ জানুয়ারি হুগলিতে সকালের দিকে ঘন কুয়াশার সর্তকতা। তবে বেলা বাড়লে কুয়াশা পরিষ্কার হবে। ১৭ থেকে ১৯ জানুয়ারি ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। এর মধ্যে রবিবার ১৮ জানুয়ারি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে।
advertisement
7/8
★দক্ষিণবঙ্গে শনিবার ও সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। রবিবার এই কুয়াশার পরিমাণ বেড়ে যাবে আরও কিছু জেলাতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশার সতর্কতা সকালের দিকে।
advertisement
8/8
★উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা আবহাওয়া দফতরের। (বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: সরস্বতী পুজোয় শীত বাড়বে? নাকি ঠান্ডা উধাও? বাংলায় ফের কি শীতের হাওয়ায় লাগবে নাচন? আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল