TRENDING:

IMD Weather Update: শাড়ি-পাঞ্জাবিতে সেজে ওঠার সরস্বতী পুজোয় ঠান্ডা কেমন থাকবে? কোন কোন জেলায় বেশি শীত? আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: সরস্বতী পুজোর দিন সকালে সামান্য নামতে পারে তাপমাত্রা। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার পুজোর পরের দিন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে।
advertisement
1/6
শাড়ি-পাঞ্জাবিতে সেজে ওঠার সরস্বতী পুজোয় ঠান্ডা কেমন থাকবে? কোন কোন জেলায় কাঁপুনি? জানুন
★রাত পোহালেই সরস্বতী পুজো। শাড়ি-পাঞ্জাবিতে সেজে ওঠার দিন। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। কেমন থাকবে আবহাওয়া? আপডেট দিলেন হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/6
★আগামীকাল সরস্বতী পুজোর দিন সকালে সামান্য নামতে পারে তাপমাত্রা। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার পুজোর পরের দিন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বাড়বে। দিনের বেলায় শীত কার্যত উধাও।
advertisement
3/6
★একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৬ জানুয়ারি জম্মু-কাশ্মীরে। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। শীতের আমেজ কমবে। দিনের বেলায় কার্যত শীতের বিদায়। কুয়াশার সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে। উত্তরের সব জেলাতেই মাঝারি কুয়াশা। দক্ষিণের বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে মাঝারি কুয়াশা। বাকি সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা।
advertisement
4/6
★আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রার ওঠা-নামা চলবে। শুক্র ও শনিবার এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা নামবে। ফের রবি ও সোমবারে সেই তাপমাত্রা আবার বাড়বে। সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।
advertisement
5/6
★আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে থাকবে পারদ। পশ্চিমের জেলার ক্ষেত্রে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/6
★উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রয়েছে। আগামী চার পাঁচ দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোন পরিবর্তন হবে না উত্তরবঙ্গে জেলাতে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Update: শাড়ি-পাঞ্জাবিতে সেজে ওঠার সরস্বতী পুজোয় ঠান্ডা কেমন থাকবে? কোন কোন জেলায় বেশি শীত? আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল