TRENDING:

Alipurduar News: বাজল বিধানসভা ভোটের দামামা! আলিপুরদুয়ারে ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার চালু, নতুন ভোটারদের জন্য বড়ই সুবিধা

Last Updated:
Alipurduar News: রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে উঠল। মঙ্গলবার আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) ডেমনস্ট্রেশন সেন্টার শুরু হল। যার উদ্বোধন করলেন জেলাশাসক আর বিমলা।
advertisement
1/5
বাজল বিধানসভা ভোটের দামামা! আলিপুরদুয়ারে EVM ডেমনস্ট্রেশন সেন্টার চালু
রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে উঠল। মঙ্গলবার আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ডেমনস্ট্রেশন সেন্টার শুরু হল। যার উদ্বোধন করলেন জেলাশাসক আর বিমলা। এদিন ইভিএমের (EVM) মোবাইল ডেমনস্ট্রেশন সেন্টার চালু করা হয়। (ছবি ও তথ্য: অনন্যা দে)
advertisement
2/5
প্রতিটি ইআরও দফতরে থাকবে এই মোবাইল সেন্টার। এরপর ইভিএম ডেমনস্ট্রেশন মোবাইল ভ্যান পৌঁছে যাবে আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে। ব্লক অফিসেও পৌঁছে যাবে এই ভ্যানগুলি।
advertisement
3/5
বিশেষ করে প্রত্যন্ত এলাকায় বাসিন্দাদের ইভিএম-এ ভোটদান দেখানোর উপর গুরুত্ব দেওয়া হবে। তাদের বোঝানো হবে, কী করে মেশিনে ভোট দিতে হয়। ভোট দেওয়ার আগে ও পরে কী কী প্রক্রিয়া থাকে তা বোঝাবেন ভ্যানের সঙ্গে থাকা কর্মীরা।
advertisement
4/5
পাশাপাশি ভিভি প্যাট মেশিনের কাজ জানানো হবে। যে প্রার্থীকে ওই ভোটার ভোট দিয়েছেন তার চিহ্ন ভিভি প্যাট মেশিনে দেখা যাবে তা জানানো হবে ভোটারদের। যারা নতুন ভোট দিচ্ছেন তাদের জন্য জেলা প্রশাসনের এই উদ্যোগ কার্যকরী হবে বলে জানা গিয়েছে।
advertisement
5/5
আলিপুরদুয়ার জেলাশাসক আর বিমলা জানান, "আলিপুরদুয়ার জেলার প্রত্যেকটি ব্লকে মোবাইল ডেমনস্ট্রেশন ভ্যান এবং ইভিএম ডেমনস্ট্রেশন করা হবে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে পর্যন্ত এ কাজ চলবে।" (ছবি ও তথ্য: অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: বাজল বিধানসভা ভোটের দামামা! আলিপুরদুয়ারে ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টার চালু, নতুন ভোটারদের জন্য বড়ই সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল