TRENDING:

Bodybuilding Competition: তাবড় চেহারাদের দাপুটে আবির্ভাব কাটোয়ায়! রাজ্যস্তরের বডিবিল্ডিং প্রতিযোগিতার আয়োজন, পালোয়ান দর্শনে ঠেলাঠেলি

Last Updated:
East Bardhaman Bodybuilding Competition: তাবড় বডিবিল্ডারদের উপস্থিতিতে কার্যত চমকে উঠল কাটোয়া। শুক্রবার শহরের সংহতি মঞ্চে প্রথমবারের মতো আয়োজিত হল রাজ্যস্তরের বডিবিল্ডিং ও মেনস ফিজিক্স প্রতিযোগিতা।
advertisement
1/5
তাবড় চেহারাদের দাপুটে আবির্ভাব কাটোয়ায়! রাজ্যস্তরের বডিবিল্ডিং প্রতিযোগিতার আয়োজন
একঝাঁক তাবড় তাবড় বডিবিল্ডারের উপস্থিতিতে কার্যত চমকে উঠল কাটোয়া শহর। শুক্রবার কাটোয়া শহরের সংহতি মঞ্চে প্রথমবারের মতো আয়োজিত হল এক বিশাল রাজ্যস্তরের বডিবিল্ডিং ও মেনস ফিজিক্স প্রতিযোগিতা। এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে সকাল থেকেই শহরের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও কৌতূহল। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাটোয়া থানার উদ্যোগে এবং কাটোয়া শহরের একটি জিমের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আইনশৃঙ্খলার পাশাপাশি যুবসমাজকে শরীরচর্চা ও সুস্থ জীবনের দিকে উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানা যায়।
advertisement
3/5
এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি মালদহ, পশ্চিম বর্ধমান, নদীয়া-সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রায় দেড়শো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। মঞ্চে উঠে প্রত্যেক প্রতিযোগীই নিজেদের শারীরিক সক্ষমতা, ফিটনেস ও নিখুঁত ক্যালমা উপস্থাপন করেন, যা দর্শকদের মুগ্ধ করে তোলে।
advertisement
4/5
বিশেষভাবে নজর কেড়েছে কলকাতা ও অন্যান্য এলাকা থেকে আগত পুলিশের চাকরিতে কর্মরত একাধিক প্রতিযোগীর অংশগ্রহণ। দায়িত্বপূর্ণ পেশার পাশাপাশি শরীরচর্চায় তাঁদের এই সাফল্য উপস্থিত দর্শকদের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে। প্রতিযোগিতা দেখতে সংহতি মঞ্চ চত্বরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
advertisement
5/5
শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে প্রায় রাত দশটা পর্যন্ত টানা চলে এই প্রতিযোগিতা। উত্তীর্ণ প্রতিযোগীদের হাতে নগদ অর্থ, ট্রফি-সহ একাধিক পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া থানার আইসি জয়ন্ত পাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাটোয়া শহরের বুকে এত বড় মাপের বডিবিল্ডিং প্রতিযোগিতা এই প্রথম হওয়ায় শহরবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Bodybuilding Competition: তাবড় চেহারাদের দাপুটে আবির্ভাব কাটোয়ায়! রাজ্যস্তরের বডিবিল্ডিং প্রতিযোগিতার আয়োজন, পালোয়ান দর্শনে ঠেলাঠেলি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল