Birbhum News: ভিড় সামলাতে বাড়ছে মেলার সময়সীমা! এবার জয়দেব কেন্দুলীতে কোন নতুন নিয়ম মানতে হবে ভক্তদের
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Birbhum News: মকর সংক্রান্তির পুণ্যলগ্নে মঙ্গলবার থেকে শুরু হল শতাব্দীপ্রাচীন জয়দেব কেন্দুলী মেলা। কবি জয়দেব ও তাঁর অমর কাব্য গীতগোবিন্দ এর সাধনভূমি জয়দেব কেন্দুলীতে এই উপলক্ষে লক্ষাধিক বাউল কীর্তন শিল্পী ও পুণ্যার্থীর সমাগম ঘটতে শুরু করেছে।
advertisement
1/5

মকর সংক্রান্তির পুণ্যলগ্নে মঙ্গলবার থেকে শুরু হল শতাব্দীপ্রাচীন জয়দেব কেন্দুলী মেলা। কবি জয়দেব ও তাঁর অমর কাব্য গীতগোবিন্দ এর সাধনভূমি জয়দেব কেন্দুলীতে এই উপলক্ষে লক্ষাধিক বাউল কীর্তন শিল্পী ও পুণ্যার্থীর সমাগম ঘটতে শুরু করেছে। বুধবার ভোরে চিরাচরিত রীতি মেনে অজয় নদের তীরে পুণ্যস্নানে অংশ নেবেন ভক্তরা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক ধবল জৈন, বীরভূমের পুলিশ সুপার আমনদীপ, বোলপুরের বিধায়ক ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তাঁদের উপস্থিতিতে ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনক্ষেত্র হিসেবে মেলার গুরুত্ব আরও একবার উঠে আসে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
আউল বাউল, বৈষ্ণব ও কীর্তনীয়াদের মিলনক্ষেত্র জয়দেব কেন্দুলী মেলা রাঢ় বাংলার মানুষের আবেগ ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে। আশ্রম ও আখড়াগুলিকে কেন্দ্র করেই গড়ে ওঠে মেলার মূল পরিকাঠামো। লক্ষাধিক পুণ্যার্থীর থাকা খাওয়া ও অন্যান্য ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন আশ্রম কর্তৃপক্ষ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
মেলা সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে নির্দিষ্ট স্থান ছাড়া আখড়া বা তাঁবু স্থাপনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। চলতি বছরে 'নির্মল জয়দেব মেলা' আয়োজনের লক্ষ্য নিয়ে প্লাস্টিক ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভিড় সামাল দিতে চার দিনের পরিবর্তে মেলার সময়সীমা বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, ড্রোন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরি মোতায়েন থাকবেন। পরিচ্ছন্নতার জন্য কাজ করবেন শতাধিক সাফাইকর্মী।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক ধবল জৈন বলেন, মহাকবি জয়দেবের চরণধূলিতে পবিত্র এই ভূমিতেই শতাব্দীর পর শতাব্দী ধরে মেলা চলে আসছে। গীতগোবিন্দ আজও ভারতীয় নৃত্য, সংগীত ও ভক্তি আন্দোলনে গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন, প্রভুকে পাওয়ার পথ প্রেমের পথ এই বার্তা আজকের বিভেদ ও হিংসার সময়েও অত্যন্ত প্রাসঙ্গিক। হৃদয়ের টানই আসল সাধনা এই দর্শন বাউল সংস্কৃতির সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে যুক্ত। জয়দেবের এই শিক্ষাকে ধারণ করেই সকলকে নির্মল, শান্তিপূর্ণ ও আনন্দমুখর মেলার আহ্বান জানান তিনি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Birbhum News: ভিড় সামলাতে বাড়ছে মেলার সময়সীমা! এবার জয়দেব কেন্দুলীতে কোন নতুন নিয়ম মানতে হবে ভক্তদের