ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে এল...! আনন্দপুরে উদ্ধার আরও ৪ অগ্নিদগ্ধ দেহ, মৃতের সংখ্যা বেড়ে ২৫
- Reported by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভস্মীভূত গোডাউনে কার্যত মৃত্যুমিছিল। ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে একের পর এক দগ্ধ দেহ। বৃহস্পতিবার সারাদিনে উদ্ধার হল আরও চারজনের দেহ। ফলে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫-এ।
advertisement
1/5

ভয়াবহ অগ্নিকাণ্ডের চারদিনের মাথায় আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভস্মীভূত গোডাউনে কার্যত মৃত্যুমিছিল। ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে আসছে একের পর এক দগ্ধ দেহ। বৃহস্পতিবার সারাদিনে উদ্ধার হল আরও চারজনের দেহ। ফলে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫-এ।
advertisement
2/5
বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২১। বৃহস্পতিবার ভোররাতে দুটি এবং বিকেলের দিকে আরও দুটি দগ্ধ দেহাবশেষ পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া দেহাবশেষ এতটাই ভস্মীভূত যে সাধারণ চোখে শনাক্ত করা প্রায় অসম্ভব।
advertisement
3/5
ইতিমধ্যেই ১৬ জনের দেহ ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের নিকটাত্মীয়দের থেকে এখনও পর্যন্ত ভ্যারিয়েবল ডিএনএ স্যাম্পল বা নমুনা সংগ্রহ হয়েছে ৩২টি। স্টেট ফরেনসিক প্যাথলজি উইং এগুলোকে ম্যাপিং করছে।
advertisement
4/5
বৃহস্পতিবার সারাদিনে যে চারটি দেহ উদ্ধার হয়েছে, তা আজ শুক্রবার মোমিনপুর কাটাপুকুর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এই ২৫ জনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র একটি প্রায় পূর্ণাঙ্গ দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
5/5
পুলিশের সূত্র বলছে, ওই ব্যক্তির শরীরের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেলেও, তাঁর পরনের পোশাক দেখে অনুমান করা হচ্ছে তিনি ওই মোমো প্রস্তুতকারক সংস্থারই কর্মী। তাঁর বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। যদিও ওই ব্যক্তির পরিবার এখনও নিশ্চিতভাবে দেহটি শনাক্ত করেনি। তাই ওই দেহটিও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
ধ্বংসস্তূপ সরাতেই বেরিয়ে এল...! আনন্দপুরে উদ্ধার আরও ৪ অগ্নিদগ্ধ দেহ, মৃতের সংখ্যা বেড়ে ২৫