TRENDING:

বঙ্গ সফরে অমিত শাহ! ব্যারাকপুরের আনন্দপুরীর মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কর্মীসভা আজ, মতুয়াদের জন্য দেবেন বার্তা?

Last Updated:
Amit Shah Meeting: দু'দিনের সফরে রাজ্যে অমিত শাহ। এক মাসের ব্যবধানে ফের স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের কর্মসূচি বঙ্গে। গতকাল শুক্রবার রাতেই নিউটাউনের হোটেলে বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক সারেন তিনি। কোর কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকেরা।
advertisement
1/8
বঙ্গ সফরে অমিত শাহ! ব্যারাকপুরের আনন্দপুরীর মাঠ থেকে মতুয়াদের জন্য দেবেন বার্তা?
দু'দিনের সফরে রাজ্যে অমিত শাহ। এক মাসের ব্যবধানে ফের স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের কর্মসূচি বঙ্গে। গতকাল শুক্রবার রাতেই নিউটাউনের হোটেলে বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক সারেন তিনি। কোর কমিটির সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকেরা।
advertisement
2/8
আজ, শনিবার সকাল ১০,৪০ নাগাদ নিউটাউনের হোটেল থেকে বেরোবেন অমিত শাহ। রওনা দেবেন ব্যারাকপুরের উদ্দেশ্যে। ১১,১০ নাগাদ ব্যারাকপুর আনন্দপুরীর মাঠে উত্তর ২৪ পরগনা বিভাগের কর্মী সমর্থকদের সঙ্গে কর্মীসভা সারবেন স্বরাষ্ট্র মন্ত্রী।
advertisement
3/8
দেখে নেওয়া যাক অমিত শাহের সফরসূচি:১০,৪০ - নভটেল থেকে বেরোবেন ব্যারাকপুর এর উদ্দেশ্যে১১,১০ - ব্যারাকপুরের মাঠে১,৪০ - ব্যারাকপুরের মাঠ থেকে বেরোবেন কলকাতা বিমানবন্দর এর উদ্যেশ্যে২,১৫ - কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরা বিমানবন্দর এর উদ্যেশ্যে
advertisement
4/8
৩,০৫ - বাগডোগরা বিমানবন্দর৩,১৫ - গোসাইপাড়া মাঠ কর্মীসম্মেলন উত্তরবঙ্গ এর কর্মী সমর্থকদের সঙ্গে৪,২৫ - বাগডোগরা বিমানবন্দর৪,৪০ - বাগডোগরা থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা
advertisement
5/8
মূলত বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসাত এই চার লোকসভা কেন্দ্রের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন অমিত শাহ। এরপর ব্যারাকপুরে মধ্যাহ্ন ভোজ সেরে কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। উত্তরবঙ্গে শিলিগুড়ির গোসাইপারা এলাকায় উত্তরবঙ্গের চার সাংগঠনিক জেলার ( শিলিগুড়ি , কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার) কর্মী সমর্থকদের সঙ্গে কর্মী সম্মেলনে যোগ দেবেন তিনি ।
advertisement
6/8
এক মাসের ব্যবধানে একই দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কর্মী সম্মেলন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মূলত বিভাগীয় সাংগঠনিক শক্তি সরেজমিনে বুঝে নেওয়ার চেষ্টা করছে। উত্তরবঙ্গ শক্ত জমি হলেও সেখানে আগামী নির্বাচনের আগে বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা নজরে এসেছে। দুর্বলতা কাটিয়ে ছাব্বিশের নির্বাচনে শক্তি প্রদর্শনে কতখানি কর্মী সমর্থকরা প্রস্তুত সে বিষয়েই আলোচনা হবে রবিবারের সভায়।
advertisement
7/8
অন্যদিকে উত্তর ২৪ পরগনার বনগাঁ-সহ বিস্তীর্ণ এলাকায় মতুয়া ভোট বিজেপির ভোটব্যাঙ্ক বলেই পরিচিত। ব্যারাকপুর সংলগ্ন এলাকায় হিন্দীভাসী ভোটেও থাবা বসাতে সক্ষম হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। এসআইয়ার আবহে মতুয়া ভোট নিয়ে দোলাচলে রাজ্য বিজেপি নেতৃত্ব। সবটা মিলিয়ে নির্বাচনের আগে কর্মীদের চাঙ্গা করতেই কর্মী সম্মেলনে অমিত শাহ। এমনটাই মত রাজনৈতিক মহলের।
advertisement
8/8
এদিকে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মীসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে ব্যারাকপুরে। উত্তর ২৪ পরগনা বিভাগের চার লোকসভা কেন্দ্রের কর্মী সমর্থকদের সঙ্গে কর্মী সম্মেলনে বসবেন অমিত শাহ। এদিনের সভা থেকে আগামী লোকসভা নির্বাচনের লক্ষ্যে বনগাঁর মতুয়াদের উদ্দেশ্যে কোনও বক্তব্য রাখেন কিনা অমিত শাহ সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
বঙ্গ সফরে অমিত শাহ! ব্যারাকপুরের আনন্দপুরীর মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কর্মীসভা আজ, মতুয়াদের জন্য দেবেন বার্তা?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল