Buxa Tiger Reserve: কনকনে শীতে জঙ্গলে ঘুরে ঘুরে চলছে প্রেয়সীর খোঁজ, রাত বাড়লেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ছে প্রেমিক
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Buxa Tiger Reserve: শীতকে উপেক্ষা করে সঙ্গীনির খোঁজ চালিয়ে যাচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে সেই বাঘটি। রাত গড়ালেই ট্র্যাপ ক্যামেরায় উঠে আসছে তার ছবি।
advertisement
1/5

শীতকে উপেক্ষা করে সঙ্গীনির খোঁজ চালিয়ে যাচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে সেই বাঘটি। রাত গড়ালেই ট্র্যাপ ক্যামেরায় উঠে আসছে তার ছবি। পূর্ণবয়স্ক পুরুষ বাঘটিকে জঙ্গলে ঘুরতে দেখে স্বস্তিতে বন দফতরের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
2/5
সে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। বক্সা জঙ্গলে রয়েছে সে। খোঁজ একজন সঙ্গীনির। যাকে পেলে এই জঙ্গলেই ঘর বাঁধবে সে। আর তার উদ্দেশ্য এই থাকলে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের স্বপ্ন পূরণ হবে বক্সায়।
advertisement
3/5
ট্র্যাপ ক্যামেরায় আবারও ধরা পড়ল সেই পুরুষ বাঘের ছবি। বাঘশুমারি চলছে বক্সায়। বাঘের পায়ের ছাপ পেয়েছেন শুমারি করতে আসা ব্যক্তিরা।এরমধ্যেই দেখা গেল আবারও পুরুষ বাঘটিকে।
advertisement
4/5
বাঘের আরও ছবি মিলছে ট্র্যাপ ক্যামেরায়। যা দেখে খুশির হাওয়া বক্সা বাঘ বনে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগে বাঘটিকে দেখা যাচ্ছে। এদিন রাতে আরও ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন ডিএফডি হরিকৃষ্ণন পিজে।
advertisement
5/5
এই বাঘটি এই জঙ্গলেই ছিল নাকি ভুটান থেকে এই জঙ্গলে প্রবেশ করেছে, সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানায়নি বন দফতর। গাঙ্গুটিয়া ও ভুটিয়াবস্তি ফাঁকা হওয়ার পর বাঘের দেখা মিলছে। আরও বাঘ রয়েছে জঙ্গলে বলে ধারণা বনকর্মী ও অধিকারিকদের। (ছবি ও তথ্য - অনন্যা দে)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Buxa Tiger Reserve: কনকনে শীতে জঙ্গলে ঘুরে ঘুরে চলছে প্রেয়সীর খোঁজ, রাত বাড়লেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ছে প্রেমিক