Alipore Zoo: আরও কড়া আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ, নিপা আতঙ্কে রক্ত পরীক্ষা হচ্ছে বানর-শিম্পাঞ্জিদের
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Alipore Zoo: এবার আরও কড়া আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নিপা আতঙ্কে রক্ত পরীক্ষা করা হচ্ছে বানর-শিম্পাঞ্জিদের। রাজ্য জু অথরিটি নিপা নিয়ে সচেতন করেছে আলিপুরকে। ফলে আরও কড়া হয়েছে কর্তৃপক্ষ।
advertisement
1/5

আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার আরও কড়া আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নিপা আতঙ্কে রক্ত পরীক্ষা করা হচ্ছে বানর-শিম্পাঞ্জিদের। রাজ্য জু অথরিটি নিপা নিয়ে সচেতন করেছে আলিপুরকে। ফলে আরও কড়া হয়েছে কর্তৃপক্ষ। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
কলকাতার মধ্যে আলিপুর চিড়িয়াখানা রয়েছে বাদুড়ের একমাত্র ডেরা। নিপা 'জুনুটিক ভাইরাস'। অর্থাৎ পশুর শরীর থেকে এই ভাইরাস মানুষের শরীরে ছড়ায়। ফলে চিড়িয়াখানার কিছু প্রাণীদের রক্ত পরীক্ষা করতে বলা হয়েছে।
advertisement
3/5
কর্মী ও দর্শকদের সচেতন করা হচ্ছে। গাছ থেকে ফল পড়ে থাকলে সেগুলিতে যাতে হাত না দেওয়া হয়। পশুপাখিদের খাঁচায় যাতে দর্শকরা বাইরে থেকে কোনও খাবার না দেন, সেই সমস্ত কিছু নিয়েও সচেতন করা হচ্ছে।
advertisement
4/5
তবে রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারি পি কমলাকান্ত জানিয়েছেন, চিড়িয়াখানায় গাছ আছে প্রচুর। সেখানে বাদুড় বাস করে। তবে চিড়িয়াখানায় নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সচেতন রয়েছি।
advertisement
5/5
আলিপুর চিড়িয়াখানায় বাদুড় থাকে ফলে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আপতত সকলকেই কিছুটা সতর্ক থাকতে হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Alipore Zoo: আরও কড়া আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ, নিপা আতঙ্কে রক্ত পরীক্ষা হচ্ছে বানর-শিম্পাঞ্জিদের