TRENDING:

'আমার লক্ষ্য ২৯৪/২৯৪...', নন্দীগ্রামে দাঁড়িয়েই শুভেন্দুকে আক্রমণ, কলকাতা-দিল্লিতে গণতান্ত্রিক প্রতিবাদের ডাক অভিষেকের

Last Updated:
Abhishek In Nandigram: অভিষেকের প্রশ্ন, "উত্তরপ্রদেশে কেন মাইক্রো অবজারভার নেই? চুরি করতে গিয়ে চোর ধরা পড়েছে। মানুষ অরিজিনালের পক্ষে থাকবে।ডুপ্লিকেটের পক্ষে থাকবে না। মানুষ আমার কাছে দাবি রাখলে আমার সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর আমি। আমার লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের কোন উন্নয়ন মূলক প্রকল্প এলে রেড কার্পেট পেতে আনব।"
advertisement
1/6
'আমার লক্ষ্য ২৯৪/২৯৪...', নন্দীগ্রামে দাঁড়িয়েই শুভেন্দুকে আক্রমণ অভিষেকের!
ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনকে বড় হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের কথায়, "যদি নির্বাচন কমিশন যৌক্তিক অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সির) তালিকা প্রকাশ না করে, তাহলে কলকাতা ও দিল্লিতে গণতান্ত্রিক প্রতিবাদ হবে।"
advertisement
2/6
অভিষেক বলেন, কেন শুধু পশ্চিমবঙ্গকেই নিশানা করা হচ্ছে? একাধিকবার প্রশ্ন করা সত্ত্বেও আমরা কোনও উত্তর পাইনি। প্রতিবাদ শুরু হলে জ্ঞানেশ কুমার বাংলার শক্তি বুঝতে পারবেন।"
advertisement
3/6
অভিষেকের অভিযোগ, "অপরিকল্পিত এসআইআর-এর কারণে ৮২ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন এবং এর জন্য জ্ঞানেশ কুমারই দায়ী। একইসঙ্গে তিনি বলেন, জনসাধারণ যদি আমাদের সমর্থন করেন, তাহলে আমরা প্রতি বছর নন্দীগ্রামে স্বাস্থ্য শিবির আয়োজন করব।"
advertisement
4/6
অভিষেক আরও যোগ করেন, "যাঁরা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত সকলের উপর চাপ তৈরি করেছে। আবেদন করছি সকলে শান্ত থাকুন। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।
advertisement
5/6
যত নোটিশ পাঠাবে তত বিজেপি হারবে।" অভিষেকের প্রশ্ন, "উত্তরপ্রদেশে কেন মাইক্রো অবজারভার নেই? চুরি করতে গিয়ে চোর ধরা পড়েছে। মানুষ অরিজিনালের পক্ষে থাকবে।ডুপ্লিকেটের পক্ষে থাকবে না। মানুষ আমার কাছে দাবি রাখলে আমার সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর আমি। আমার লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের কোন উন্নয়ন মূলক প্রকল্প এলে রেড কার্পেট পেতে আনব।"
advertisement
6/6
নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়ে অভিষেকের প্রশ্ন, "২০২১-২৬ পাঁচ বছরে নন্দীগ্রামের জন্য কী এনেছে? পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেনি। ভীম চন্দ্র বারিকের মৃতদেহ আনার সাহস দেখায়নি।" শুভেন্দু গড়ে দাঁড়িয়েই বিজেপিকে নিশানা করে অভিষেকের আক্রমণ, "কারও বাড়িতে বিজেপির কেউ গিয়েছে? আমার লক্ষ্য ২৯৪/২৯৪। কটা জিতব-হারব সেটা মানুষ ঠিক করবে।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
'আমার লক্ষ্য ২৯৪/২৯৪...', নন্দীগ্রামে দাঁড়িয়েই শুভেন্দুকে আক্রমণ, কলকাতা-দিল্লিতে গণতান্ত্রিক প্রতিবাদের ডাক অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল