TRENDING:

West Bardhaman News: রাতে শীত, বেলা বাড়লে গরম, সন্ধ্যায় বসন্ত বাতাস! ঘণ্টায় ঘণ্টায় খেল দেখাচ্ছে আবহাওয়া! জানুন কী হতে চলেছে আগামী কয়েক ঘণ্টায়

Last Updated:
West Bardhaman News: ফেব্রুয়ারি মাস চলে গেলে আস্তে আস্তে তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে। তখন শীতভাগ আর বিশেষ থাকবে না। দুপুরের দিকে ভালমতো গরম অনুভূত হবে।
advertisement
1/5
রাতে শীত, বেলায় গরম, সন্ধ্যায় বসন্ত বাতাস! কী হতে চলেছে আগামী কয়েক ঘণ্টায়
কেন আবহাওয়ার ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন দেখা যাচ্ছে? কী বলছেন আবহাওয়াবিদরা?<br /> বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার এমন রূপ বদল এই সময় প্রায় প্রত্যেক বছরই দেখা যায়। বসন্ত মানেই না শীত, না গরম। আর সেজন্যই ঋতুচক্রের তিন কাল এক সঙ্গেই উপভোগ করতে পারছেন মানুষজন। এটা অস্বাভাবিক কোনও ব্যাপার নয়।
advertisement
2/5
এই সময় যেহেতু রোদের তাপ খুব বেশি থাকছে না, বা রাতের দিকে শিশির পড়ছে, তার জন্যই গভীর রাত বা ভোরের দিকে ঠান্ডা লাগছে। আবার যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, ফলে বেলা বাড়লে সূর্যের তাপ কিছুটা করে বাড়ছে।
advertisement
3/5
যে কারণে একটু পরিশ্রম, বা ভারী কাজ করলে গরম ভাব অনুভূত হচ্ছে। আবার ঠিক একই কারণে সন্ধ্যার দিকে হালকা গরম বাতাসের জন্য ঋতুরাজ বসন্তের স্বাদও পাওয়া যায়। তবে আবহাওয়াবিদরা বলছেন, এই আবহাওয়া বেশি দিন থাকবে না। কারণ আস্তে আস্তে দিন বড় হচ্ছে।
advertisement
4/5
তাই ফেব্রুয়ারি মাস চলে গেলে আস্তে আস্তে তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে। তখন শীত আর বিশেষ থাকবে না। দুপুরের দিকে ভাল গরম অনুভূত হবে।<br /> অন্যদিকে চিকিৎসকরা বলছেন, এই আবহাওয়া পরিবর্তন হওয়ার সময় কিছু শারীরিক সমস্যা হতে পারে। বিশেষ করে ঠান্ডা, জ্বর, সর্দির সমস্যা এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে।
advertisement
5/5
আবার সন্ধ্যার দিকে ঠান্ডার আবহাওয়া রয়েছে। তা উপেক্ষা করলেও চলবে না। পাশাপাশি এই সময় পক্স, হামের মতো বেশ কিছু রোগের প্রকোপ দেখা যায়। সেই সব থেকেও নিজেদেরকে রক্ষা করতে হবে। (তথ্য: নয়ন ঘোষ)
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: রাতে শীত, বেলা বাড়লে গরম, সন্ধ্যায় বসন্ত বাতাস! ঘণ্টায় ঘণ্টায় খেল দেখাচ্ছে আবহাওয়া! জানুন কী হতে চলেছে আগামী কয়েক ঘণ্টায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল