Weather Alert: বাংলার বুকে ছোট্ট একটুকরো থর! জ্বলছে রোদের আগুন, আরও বাড়বে তাপমাত্রা
- Published by:Debalina Datta
Last Updated:
Weather Alert: পানাগড় যেন থর! পুরুলিয়া, বাঁকুড়া অনেক পেছনে, অস্বস্তি চলবে এখনও
advertisement
1/8

পশ্চিম বর্ধমান : সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড়। প্রতিদিন রেকর্ড পরিমাণ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে এখানে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ১৭ টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। তবে পানাগড় পৌঁছে গিয়েছে ৪৪ ডিগ্রির দোরগোড়ায়। পশ্চিম বর্ধমানের তাপের ঝোড়ো ইনিংসে পিছিয়ে গেছে পুরুলিয়া এবং বাঁকুড়া।
advertisement
2/8
লাল মাটির জেলাকে পিছনে ফেলে গা জ্বালানো গরম পরেছে পানাগড়ে। একইসঙ্গে রয়েছে আসানসোল, দুর্গাপুর। গতকাল রবিবার প্রায় ৪৩° তাপমাত্রা ছিল পানাগড়ে। আসানসোলে ছিল ৪২.৬, এবং দুর্গাপুরে ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। সকাল থেকে তার আভাস পাওয়া যাচ্ছে যথেষ্ট। সকাল ন'টার মধ্যে পানাগর এর তাপমাত্রা ৩৯° পৌছে গিয়েছে।
advertisement
3/8
প্রসঙ্গত, তীব্র গরমে ঝলসে পুড়তে হচ্ছে গোটা দক্ষিণবঙ্গকে। তালিকায় রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাও। মালদহ, দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। জারি করা হয়েছে কমলা সর্তকতা।
advertisement
4/8
আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মুক্তি পাওয়া যাবে না এই তাপপ্রবাহ থেকে। ব্যাপক লু চলবে বলে আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত আরও ১ - ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
advertisement
5/8
বিগত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা। আসানসোল, দুর্গাপুর পানাগড়ে তীব্র গরম রয়েছে। রয়েছে ত্বক পুড়িয়ে দেওয়ার মতো গরম হাওয়া। রাস্তাঘাটে বের হলেই মনে হচ্ছে যেন আগুনের হলকা চলছে বাতাসে।
advertisement
6/8
গতকাল রবিবারেও রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পানাগড়ে। পুরুলিয়া যেখানে চল্লিশ ডিগ্রির কোঠায় ছিল তাপমাত্রা, বাঁকুড়ায় ছিল ৪২ এর কোঠায়, সেখানে পানাগড়ের এই গরম মানুষকে যেমন নাজেহাল করছে, তেমনি অবাকও করছে।
advertisement
7/8
অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর, এদিন সোমবার থেকে ফের ব্যাপক শুকনো গরম আবহাওয়া অনুভূত হবে। বিগত দুদিন বাতাসে আদ্রতার পরিমাণ কিছুটা বেড়েছিল। যে কারণে ভ্যাপসা গরম লাগছিল। তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে শুকনো গরম অনুভূত হবে। সঙ্গে লু বইবে।
advertisement
8/8
এই পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত মানুষকে আরও নাজেহাল করবে বলে আশঙ্কা করছেন আবহ বিজ্ঞানীরা। অন্যদিকে পানাগড় সহ পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা বাড়বে বলে আশঙ্কা রয়েছে। ফলে তীব্র দহন জ্বালায় মানুষের এই দুর্ভোগ বজায় থাকবে। আপাতত স্বস্তির কোনও খবর নেই। উল্টে তাপমাত্রার পারদ চড়বে। ফলে অস্বস্তি আরও বাড়বে। Input- Nayan Ghosh
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
Weather Alert: বাংলার বুকে ছোট্ট একটুকরো থর! জ্বলছে রোদের আগুন, আরও বাড়বে তাপমাত্রা