জারি IMD-র Yellow Alert, নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
IMD Weather Alert : বীভৎস রবিবার দেখবে রাজ্য! গরম থেকে শাপমুক্তি কবে? কার্যত মরুভূমির আবহাওয়া সহ্য করতে হবে রাজ্যের মানুষকে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা গরমের দাপটে খারাপ হবে।
advertisement
1/8

পশ্চিম বর্ধমান : গরমের দাপট চলবেই। জুন মাসের প্রথম সপ্তাহ জুড়েও খেলা দেখাবেন সূর্যদেব। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৭ জুন পর্যন্ত অস্বস্তিকর গরম থাকবে রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম পুড়বে ব্যাপক গরমের দাপটে। আগামী কয়েক দিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় লু বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলিতেও অস্বস্তি মাত্রা ছাড়া হবে।
advertisement
2/8
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে। কার্যত মরুভূমির আবহাওয়া সহ্য করতে হবে রাজ্যের মানুষকে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা গরমের দাপটে খারাপ হবে।
advertisement
3/8
ইতিমধ্যেই গরমের জন্য আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে শিশু এবং বয়স্কদের। অন্যদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ থাকতে পারে। যে কারণে তীব্র গরম সহ্য করার পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তিও ভোগ করতে হবে। গলদঘর্ম হবেন বাংলার মানুষ।
advertisement
4/8
আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া আগামী পাঁচ দিনের সতর্কবার্তায় জানা গিয়েছে, চারটি জেলায় লাগাতার চলবে তাপপ্রবাহ। পশ্চিম বর্ধমানের পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী সোমবার পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
advertisement
5/8
আগামী রবিবার দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই তীব্র গরম এবং তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। যে কারণে আগামী রবিবার সমস্ত জেলাগুলির জন্য হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
advertisement
6/8
হাওয়া অফিসের তরফ থেকে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, এদিন শুক্রবার, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া বীরভূমের জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে। আগামী ৭ তারিখ পর্যন্ত এই পরিস্থিতি চলবে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। যদিও সাত জুনের পর আবহাওয়ার পরিবর্তন হবে কিনা, বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, সে বিষয়ে এখনও কোনও আশার আলো দেখাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
7/8
অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার রাজ্যের উষ্ণতম জায়গা ছিল পুরুলিয়া জেলা। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
8/8
গত কয়েকদিন ধরে যেভাবে গরমের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাকে যুদ্ধ চালাতে হচ্ছে, তাতে কার্যত কাবু হয়ে পড়েছেন জেলাবাসী। রাস্তায় বেরিয়ে নাজেহাল হয়ে পড়ছেন সকলে। যতটা সম্ভব বাড়িতেই থাকার চেষ্টা করছেন মানুষ। চিকিৎসকরাও তেমন পরামর্শ দিচ্ছেন। আর সকলের অপেক্ষা করছেন বীভৎস এই গরম থেকে 'শাপমুক্তির'। Input- Nayan Ghosh