DVC Water Release : ফের জল ছাড়া বাড়াল মাইথন, পাঞ্চেত! দুর্গাপুর ব্যারেজের ভয়ঙ্কর রূপ
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
DVC Water Release : তেনুঘাট এবং কোনার ড্যাম থেকেও বিশাল মাত্রায় জল ছাড়া হচ্ছে। যার ফলে মাইথন এবং পাঞ্চেত জলাধারে চাপ বাড়ছে।
advertisement
1/8

রাজ্যের আবেদনে সাড়া দিয়ে জল ছাড়া কমিয়ে ছিল DVC। কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে ফের বাড়ানো হল জল ছাড়ার পরিমাণ।
advertisement
2/8
গত বুধবার মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকে কম জল ছাড়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল ১১ টার হিসাব অনুযায়ী ফের জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে।
advertisement
3/8
বৃহস্পতিবার মাইথন থেকে ছাড়া হয়েছে ৩০ হাজার কিউসেক জল। অন্যদিকে পাঞ্চেত ড্যাম থেকে ছাড়া হয়েছে ৩৫ হাজার কিউসেক জল।
advertisement
4/8
মাইথন এবং পাঞ্চেত থেকে বেশি জল ছাড়ায়, দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
5/8
শেষ পাওয়া খবর অনুযায়ী, সকাল ন'টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ৮৬, ৯৫০ কিউসেক জল ।
advertisement
6/8
ডিভিসির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিপাতের ফলে দামোদর এবং বরাকর নদীতে প্রচুর পরিমাণে জল এসে ঢুকছে।
advertisement
7/8
পাশাপাশি তেনুঘাট এবং কোনার ড্যাম থেকেও বিশাল মাত্রায় জল ছাড়া হচ্ছে। যার ফলে মাইথন এবং পাঞ্চেত জলাধারে চাপ বাড়ছে।
advertisement
8/8
তাই বন্যার আশঙ্কা থাকলেও জলাধারে বাড়তি জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকে। একই কারণে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজও।
বাংলা খবর/ছবি/পশ্চিম বর্ধমান/
DVC Water Release : ফের জল ছাড়া বাড়াল মাইথন, পাঞ্চেত! দুর্গাপুর ব্যারেজের ভয়ঙ্কর রূপ