advertisement
1/6

শীতের দাপট কিছুটা ম্লান হয়েছে ঠিকই ৷ তাপমাত্রার পারদও বেশ কিছুটা উর্দ্ধগামী ৷ তবে, তাপমাত্রা বাড়লেও বজায় থাকবে শীতের আমেজ ৷ এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
তাপমাত্রার পারদ বাড়লেও এখনই প্যাঁচপ্যাঁচে গরমে নাজেহাল হবে না শহরবাসী ৷ শীতের আমেজ বজায় থাকবে আরও বেশ কিছুদিন ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম ৷
advertisement
3/6
গতকাল অর্থাৎ শনিবার শহরের তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ টানা ১৯দিন স্বাভাবিকের নীচে রয়েছে তাপমাত্রার পারদ ৷
advertisement
4/6
তবে, দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ বাড়লেও ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ ৷ কিছুদিন আগেই তুষারপাতের সাক্ষী থেকেছে দার্জিলিঙ ৷ উত্তরবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের নীচে রয়েছে তাপমাত্রার পারদ ৷
advertisement
5/6
অন্যদিকে, পাবুক সাইক্লোনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবহাওয়া দফতর ফের রিপোর্ট জারি করেছে ৷ থাইল্যান্ডে ধ্বংসলীলা চালানোর পর বেশ খানিকটা শক্তি হ্রাস হয়েছে পাবুকের ৷ তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এখনও হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে ৷
advertisement
6/6
'পাবুক'-এর জেরে ইতিমধ্যেই আন্দামানে ঝড়বৃষ্টি শুরু হয়েছে ৷ ৭ তারিখ পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি ৷ মায়ানমারের দিকে অভিমুখ 'পাবুক'-এর ৷ ৭ ও ৮ তারিখ উত্তর পূর্বে মায়নামারে ঝাঁপিয়ে পড়তে পারে পাবুক ৷