Bikes : বাইকের স্পার্ক প্লাগ কত কিমি চালানোর পর বদলানো উচিত? বদলানোর সময় হয়েছে, বুঝবেন কী করে? দেখা যাবে 'এসব' লক্ষণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bike Spark Plug- টু-হুইলার বিশেষজ্ঞদের মতে, স্পার্ক প্লাগের গড় আয়ু নির্ভর করে এর মান ও ব্যবহার পদ্ধতির ওপর। স্ট্যান্ডার্ড কপার স্পার্ক প্লাগ হলে তা সাধারণত প্রতি ১২,০০০–১৫,০০০ কিলোমিটার পর বদলানো উচিত।
advertisement
1/4

একটা ছোট্ট যন্ত্রাংশের উপর নির্ভর করে মোটরসাইকেলের পারফরম্যান্স, মাইলেজ ও স্টার্টিং। স্পার্ক প্লাগ। ইঞ্জিনে ফুয়েল-এয়ার মিশ্রণ জ্বালাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্দিষ্ট সময় পর স্পার্ক প্লাগ পরিবর্তন না করলে বাইকের ইঞ্জিনে নানা সমস্যা দেখা দিতে পারে। এমনকী বাইক স্টার্ট করতেও সমস্যা হতে পারে।
advertisement
2/4
টু-হুইলার বিশেষজ্ঞদের মতে, স্পার্ক প্লাগের গড় আয়ু নির্ভর করে এর মান ও ব্যবহার পদ্ধতির ওপর। স্ট্যান্ডার্ড কপার স্পার্ক প্লাগ হলে তা সাধারণত প্রতি ১২,০০০–১৫,০০০ কিলোমিটার পর বদলানো উচিত। প্লাটিনাম বা ইরিডিয়াম স্পার্ক প্লাগ বেশি টেকসই। ২৫,০০০–৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ভাল পারফরম্যান্স দিতে পারে।
advertisement
3/4
বাইকের স্পার্ক প্লাগ খারাপ হলে যেসব লক্ষণ দেখা দেয়- বাইক স্টার্ট নিতে সমস্যা দেরি হতে পারে. মাইলেজ কমে যেতে পারে, এক্সেলেটরে ঠিকঠাক সাড়া না পাওয়ার সমস্যা হতে পারে, ইঞ্জিন মিসফায়ার বা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
4/4
প্রতি ৫–৬ হাজার কিলোমিটার পর বাইকের সার্ভিসিংয়ের সময় স্পার্ক প্লাগ পরীক্ষা করা জরুরি। এতে খারাপ হলে দ্রুত পরিবর্তন করা সম্ভব হয়, আর ইঞ্জিনের কার্যক্ষমতাও ঠিক থাকে।