সেকেন্ডহ্যান্ড বাইক কিনবেন? কয়েকটা বিষয় দেখে নিন আগে, না হলে ঠকবেন!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Second hand bikes- সেকেন্ডহ্যান্ড দু'চাকার গাড়ি কেনার আগে এই বিষয় গুলি দেখে নেবেন, না হলেই কিন্তু ঠকতে হতে পারে।
advertisement
1/6

ভাবছেন সেকেন্ড হ্যান্ড মোটর বাইক কিনবেন! তবে কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু খেয়াল রাখা উচিত। এই বিষয়গুলি আপনাকে নিরাপদ, ভাল মানের বাইক কিনতে সাহায্য করবে।
advertisement
2/6
আগে মোটরবাইকের বাইরের অবস্থা অর্থাৎ ফ্রেম, ইঞ্জিন কভার, পেইন্ট ভালভাবে পরীক্ষা করুন। সঙ্গে ক্লাচ, ডেন্ট বা মরচে পড়া অংশগুলিও দেখে নিন ভাল করে।
advertisement
3/6
ইঞ্জিন স্টার্ট দিয়ে তার শব্দ, স্টার্টের প্রক্রিয়া, ইঞ্জিনে কোনও লিকেজ আছে কিনা পরীক্ষা করুন। বাইক চলানোর সময় অস্বাভাবিক কোনও শব্দ বা ভাঙা অংশ দেখলে সতর্ক থাকুন।
advertisement
4/6
বাইকের মাইলেজ চেক করুন। কতদিন বাইক ব্যবহৃত হয়েছে, তা সঠিকভাবে যাচাই করুন। অতিরিক্ত মাইলেজের বাইক বা খুব পুরনো বাইক কেনার ক্ষেত্রে অধিক খরচ যেমন হতে পারে, ঠকারও ভয় থাকে।
advertisement
5/6
বাইকের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পলিউশন সার্টিফিকেট, পেন্ডিং কেস আছে কিনা তা যাচাই করে নিন। সঠিক কাগজপত্র না থাকলে ভবিষ্যতে রাস্তায় সমস্যা হতে পারে মনে রাখবেন।
advertisement
6/6
টায়ার এবং সাসপেনশনের অবস্থা পরীক্ষা করুন। ব্রেকের কার্যকারিতা এবং সব লাইট যেমন হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সঠিকভাবে কাজ করছে কিনা দেখে নিন। সঙ্গে করুন বাইকটির বর্তমান বাজার মূল্য যাচাই। খুব কম দামে বাইক বিক্রি হলে বিষয়টি সন্দেহজনক।