Airtel বন্ধ করল ৪৯ টাকার প্ল্যান, বাড়ল সিম চালু রাখার খরচ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার Airtel এর নাম্বার চালু রাখার জন্য কমপক্ষে কত টাকার রিচার্জ করাতে হবে, জেনে নিন
advertisement
1/5

এয়ারটেল (Airtel) গ্রাহকদের জন্য খারাপ খবর! টেলিকম কোম্পানি এয়ারটেল (Airtel) তাদের গ্রাহকদের প্রতি আয় বাড়াতে প্রি-পেড প্ল্যানে বেশ কিছু পরিবর্তন এনেছে। আর এর জন্য প্রাথমিক প্ল্যানের দাম (Airtel Plans Price) প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। Airtel তাদের ৪৯ টাকার অল ইন ওয়ান প্রি-পেড প্ল্যান বন্ধ করার ঘোষণা করেছে। এবার থেকে এয়ারটেল এর প্রি-পেড প্যাক শুরু হবে ৭৯ টাকার স্মার্ট রিচার্জ (Smart Recharge) দিয়ে। গ্রাহকরা এতে ডাবল ডেটার পাশাপাশি চার গুন বেশি আউটগোয়িং মিনিট পাবে।
advertisement
2/5
এয়ারটেল জানিয়েছে যে আরও উন্নত কানেক্টিভিটি সলিউশন সরবরাহ করতেই এই আকস্মিক পরিবর্তনটি করেছে। এপ্রসঙ্গে টেলিকম অপারেটরটির মন্তব্য, “এন্ট্রি-লেভেল রিচার্জে, এখন এয়ারটেল গ্রাহকেরা অ্যাকাউন্ট ব্যালান্সের কথা চিন্তা না করেই দীর্ঘ সময় ধরে সংযুক্ত থাকতে পারবেন।” এই পরিবর্তন লাগু করা হয়েছে ২৯ জুলাই থেকে।
advertisement
3/5
যদি এয়ারটেলের ৪৯ টাকার রিচার্জ প্ল্যানের বেনিফিটগুলির সঙ্গে ৭৯ টাকার প্যাকের তুলনা করা হয়, তাহলে ৭৯ টাকার প্যাক বেশি লাভদায়ক। ৭৯ টাকার নতুন এন্ট্রি-লেভেল প্ল্যানে গ্রাহকরা ৬৪ টাকার টকটাইম এর সঙ্গে ২০০ এমবি ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। টকটাইম যদি শেষ হয়ে যায় তাহলে, গ্রাহকদের ১ পয়সা/মিনিটের হিসাবে লোকাল এবং STD কলের জন্য চার্জ করা হবে। যেখানে ৪৯ টাকার প্ল্যানে আগে যেখানে ৩৮ টাকার টকটাইম আর ১০০ এমবি ডেটা পাওয়া যেত।
advertisement
4/5
কোম্পানির এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ কারণ সব টেলিকম কোম্পানি প্রতি ব্যবহারকারীর গড় আয় (ARPU) বাড়ানোর উপর জোর দিচ্ছে। এন্ট্রি-লেভেল প্রি-পেড প্ল্যান ছাড়াও কয়েকটি পোস্টপেড প্ল্যানেও পরিবর্তন এনেছে এয়ারটেল। ৭৪৯ টাকার ফ্যামিলি পোস্টপেড প্ল্যান বন্ধ করল সংস্থা। এর পরিবর্তনে ৯৯৯ টাকার একটি নতুন ফ্যামিলি পোস্টপেড প্ল্যান লঞ্চ করছে কোম্পানি। ৯৯৯ টাকার ফ্যামিলি পোস্টপেড প্ল্যানে, বেসিক বেনিফিট হিসাবে মোট ২১০ জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া গ্রাহকরা।
advertisement
5/5
এছাড়াও থাকবে অ্যামাজন প্রাইম, ডিজনি+হটস্টার এর ভিআইপি সাবস্ক্রিপশন, এয়ারটেল সিকিউর, উইঙ্ক মিউজিক, এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপ এবং শাও একাডেমির সাবস্ক্রিপশন বিনামূল্যে। এই ফ্যামিলি পোস্টপেড প্ল্যানে এক সঙ্গে তিনটি কানেকশন অফার করে কোম্পানি।