TRENDING:

Electric hanger: বর্ষায় রোদ না উঠলেও পরোয়া নেই! ভেজা জামাকাপড় শুকিয়ে দেবে হ্যাঙ্গার

Last Updated:
রোদ না উঠলেও পরোয়া নেই! এবার জামা শুকিয়ে দেবে হ্যাঙ্গার
advertisement
1/6
বর্ষায় রোদ না উঠলেও পরোয়া নেই! ভেজা জামাকাপড় শুকিয়ে দেবে হ্যাঙ্গার
বর্ষা শুরু হয়েছে দেশ জুড়ে। কোনও কোনও অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। এতদিন প্রখর রোদের তেজে পুড়ে যাচ্ছিল সমস্ত কিছু। এখন আবার সূর্যের মুখই দেখা যাচ্ছে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে।
advertisement
2/6
এই পরিস্থিতিতে ভেজা জামা শুকোনো সমস্যার বিষয়। কোনও ভাবেই তাড়াতাড়ি শুকোতে চাইছে না কাপড়। বিশেষত এই বর্ষায় অনেক সময়ই জুতো ভিজে যায়। ছোটদের স্কুলের জুতো ভিজে গেলে খুবই সমস্যা।
advertisement
3/6
এই সমস্যার সমাধান নিমেষে করে দিতে পারে একটি বিশেষ হ্যাঙ্গার। বর্ষা হোক বা বসন্ত নিমেষে কাপড় শুকিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ছোট্ট ডিভাইসের। জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
4/6
এখানে যে পণ্যটির কথা হচ্ছে তা একটি ইলেকট্রিক ক্লোদস ড্রায়ার হ্যাঙ্গার। এটি পোর্টেবল, তাই যেকোনও জায়গায় বহন করা সহজ। প্লাস্টিকের তৈরি এই গ্যাজেটের ওজনও বেশ কম। এই বৈদ্যুতিক হ্যাঙ্গারটি মেঘলা দিনে বা রাত্রিবেলা অনায়াসে জামা, কাপড় শুকিয়ে দিতে পারে। আসলে এর মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হতে পারে।
advertisement
5/6
এই হ্যাঙ্গার প্লাস্টিকের তৈরি। তবে খুব শক্ত প্লাস্টিকের গঠিত হওয়ায় কোনও সমস্যা হয় না। গলে যাওয়ার ভয় নেই। এই হ্যাঙ্গারটির ধারণ ক্ষমতা প্রায় পাঁচ কেজি পর্যন্ত। ফলে ভেজা জামা শুকোতে দিলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। পাশাপাশি জুতো শুকোনোর জন্যও বিভিন্ন ধরনের পাইপ পাওয়া যায়, যা খুব সহজেই জুতো শুকিয়ে দিতে পারে।
advertisement
6/6
এই হ্যাঙ্গারটি যেকোনও জায়গায় বহন করে নিয়ে যাওয়া সম্ভব। তাই যাঁরা নিয়মিত বেড়াতে যান, বা কাজের প্রয়োজনে ভ্রমণ করতে হয়, তাঁরা খুব সহজেই একটি ব্যাগে ভরে নিয়ে যেতে পারেন। এমনকী যাঁদের বাড়িতে বারান্দা বা ছাদের অভাব রয়েছে, যে সমস্ত পড়ুয়ারা মেসে থাকেন তাঁদের জন্যও খুব ভাল এটি। বর্ষাকালে এটি খুবই উপকারী একটি যন্ত্র।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Electric hanger: বর্ষায় রোদ না উঠলেও পরোয়া নেই! ভেজা জামাকাপড় শুকিয়ে দেবে হ্যাঙ্গার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল