TRENDING:

Redmi K20 Pro, OnePlus 7T-কে টেক্কা দিতে বাজারে এল Realme X2 Pro, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

Last Updated:
এই ফোন টক্কর দেবে পপ্রিমিয়াম সেগমেন্টের ফোন - Redmi K20 Pro, OnePlus 7T-কে
advertisement
1/7
Redmi K20 Pro, OnePlus 7T-কে টেক্কা দিতে বাজারে এল Realme X2 Pro
মঙ্গলবার লঞ্চ হল Realme-র ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme X2 Pro। এই ফোন টক্কর দেবে পপ্রিমিয়াম সেগমেন্টের ফোন - Redmi K20 Pro, OnePlus 7T-কে । Realme জানিয়েছে যে ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন।
advertisement
2/7
Realme X2 Pro ফোনে রয়েছে 6.5 ইঞ্চি ফুল HD+ (2400 x 1080 পিক্সল) সুপার AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর প্রটেকশনের জন্য থাকছে Gorilla Glass 5 । এতে রয়েছে Snapdragon 855 Plus প্রসেসর।
advertisement
3/7
গামিং-এর জন্য রয়েছে ফোনে রয়েছে লিকুইড কুলিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে Dolby Atmos-এর সাথে ডুয়াল স্টিরিও স্পীকার সেটআপ দিয়েছে Realme।
advertisement
4/7
ছবি তোলার জন্য Realme X2 Pro ফোনে রয়েছে ৪টি রুয়ার ক্যামেরা। এই সেটআপে রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
advertisement
5/7
ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারের জন্য দেওয়া হয়েছে 4,000 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 50W SuperVOOC ফাস্ট চার্জ সাপোর্ট।
advertisement
6/7
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক।
advertisement
7/7
তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট আর একটি স্পেশাল এডিশনে চিনে লঞ্চ হয়েছে Realme X2 Pro। 6GB RAM + 64GB স্টোরেজে Realme X2 Pro এর দাম RMB 2,599 (প্রায় 25,990 টাকা)। 8GB RAM + 128GB স্টোরেজে Realme X2 Pro এর দাম RMB 2,799 (প্রায় 27,990 টাকা) । 12GB RAM + 256GB স্টোরেজে Realme X2 Pro এর দাম RMB 3,199 (প্রায় 31,990 টাকা)। Realme X2 Pro-এর মাস্টার এডিশন-এর দাম RMB 3,299 (প্রায় 32,990 টাকা)।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Redmi K20 Pro, OnePlus 7T-কে টেক্কা দিতে বাজারে এল Realme X2 Pro, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল