TRENDING:

এবার iPhone 17 Pro-র বেস মডেলই শুরু হবে ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট থেকে! তাহলে কি আরও বাড়বে দাম?

Last Updated:
আসছে Apple iPhone 17 সিরিজ। নতুন iPhone 17 Pro মডেলটি ২৫৬ জিবি স্টোরেজ দিয়ে শুরু হতে পারে। তবে এই আপগ্রেডের জন্য ফোনের দাম কিছুটা বাড়তে পারে।
advertisement
1/5
iPhone 17-এর লঞ্চ ডেট ও দাম ফাঁস: জেনে নিন কবে আসছে নতুন আইফোন
আগামী মাসে অর্থাৎ আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ নাগাদ বাজারে আসতে চলেছে Apple iPhone 17 সিরিজ। এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে, বেশিদিন আর বাকি নেই। ফলে যত দিন এগোচ্ছে, ততই জোরালো হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে ফাঁস হওয়া তথ্য। তবে যাঁরা নতুন iPhone 17 Pro মডেল কিনতে চাইছেন, তাঁদের জন্য ভাল-মন্দ মিশিয়ে কিছু খবর এসে গিয়েছে।
advertisement
2/5
সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, iPhone 17 Pro মডেল ২৫৬ জিবি স্টোরেজ-সহ লঞ্চ করতে চলেছে Apple। এটা কিন্তু বহু প্রতীক্ষিত একটা বদল। হায়ার স্টোরেজ-সহ iPhone 17 Pro আনার ফলে Apple নিজেদের SKU বাড়াতে পারবে। চলতি বছরে রেগুলার Pro এবং 17 Pro Max মডেলের জন্য থাকতে পারে ১ টিবি-র বিকল্প।
advertisement
3/5
iPhone 17 Pro শুরুই হবে ২৫৬ জিবি স্টোরেজ দিয়ে: কত দাম হতে পারে? 17 Pro-র ২৫৬ জিবি বেস ভ্যারিয়েন্ট আনতে চলেছে Apple। প্রিমিয়াম মডেলগুলিতে আসতে চলেছে বহু প্রতীক্ষিত আপগ্রেড। যদিও টিপস্টার আরও দাবি করেছেন যে, এই পরিবর্তন এবং নতুন মডেলের আপগ্রেডের জন্য iPhone 17 Pro-র লঞ্চ প্রাইস একটু হলেও বাড়তে পারে।
advertisement
4/5
ওই টিপস্টার আরও বলেছেন যে, iPhone 17-এর দাম আরও ৫০ ডলার অর্থাৎ প্রায় ৪২০০ টাকা বাড়তে পারে। ফলে বাজারে নতুন iPhone মডেলের স্টার্টিং প্রাইস বা প্রারম্ভিক মূল্য বৃদ্ধি পেতে পারে। সমস্ত হিসাব থেকে বোঝা যাচ্ছে যে, iPhone 17 লঞ্চের সময় এর দাম হতে পারে ৮৫০ ডলার। ভারতে এর দাম হতে পারে ৮৫ হাজার টাকা। আর iPhone 17 Pro Max মডেলের দাম হতে পারে ১২০০ ডলারের বেশি। আগে অবশ্য নিজেদের রিসার্চ নোটে জেফারিজ-এর মতো অ্যানালিস্ট ফার্মগুলি এই পরিসংখ্যান তুলে ধরেছিল। ট্যারিফের প্রভাবের কারণে মনে হচ্ছে যে, এই পরিবর্তনগুলির উপর কম নিয়ন্ত্রণ থাকবে Apple-এর।
advertisement
5/5
চলতি বছরের ট্রেন্ড এবং অন্যান্য খরচের কারণে কোম্পানির জন্য এই লেভেল অপরিবর্তিত রাখা কঠিন হয়ে উঠতে পারে। iPhone 17 অথবা 17 Pro মডেলগুলি যাঁরা কিনবেন, তাঁদের নতুন ভার্সন কেনার ক্ষেত্রে আরও বেশি খরচ করতে হতে পারে। যদি বেস অপশন হিসেবে কোম্পানিটি ২৫৬ জিবি মডেল আনে, তাহলে এই আপগ্রেডের জন্য দাম বৃদ্ধি পেলেও সেভাবে চাপ পড়বে না গ্রাহকদের উপরে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এবার iPhone 17 Pro-র বেস মডেলই শুরু হবে ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট থেকে! তাহলে কি আরও বাড়বে দাম?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল