Ideal AC Temperature: ২০, ২৪ না ২৮? গরমে কোন তাপমাত্রায় AC চালালে বিদ্যুৎ বাঁচবে?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সবাই জানেন এসি চালালে বিদ্যুৎ বিল বেশি হয়। তাহলে সঠিক তাপমাত্রা কত?
advertisement
1/8

ভারতের বেশিরভাগ অঞ্চলেই এখন গ্রীষ্মকাল প্রায় শুরু হয়ে গিয়েছে। দিনের বেলায়ও অনেক জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক বাড়িতেই এসির ব্যবহার শুরু হয়ে গিয়েছে।
advertisement
2/8
আজকাল, যে কোনও ছোট শহরে বা গ্রামেও প্রচুর পরিমাণে এসি ব্যবহৃত হয়। তবে এসির প্রচুর বিল আসে তাই অনেকেই জানতে চান, কত তাপমাত্রায় এসি চালালে বিল কম আসবে। যারা বহু বছর ধরে এসি চালাচ্ছেন তাঁরাও জানেন না বিদ্যুৎ বাঁচাতে এবং ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখার জন্য কত তাপমাত্রায় এসি চালানো উচিত। তাই আজ আমরা কত তাপমাত্রায় এসি চালানো ভাল সেই সম্পর্কে বলব।
advertisement
3/8
আসলে বেশিরভাগ মানুষের অভ্যাস আছে যে তাঁরা এসি চালু করার সঙ্গে সঙ্গেই ১৮ বা ২১ ডিগ্রিতে চালানো শুরু করেন। তবে এমনটি কিন্তু করা উচিত নয়। বিশেষ করে যদি কেউ বিদ্যুৎ খরচ কমাতে চান। কারণ, সবাই জানেন এসি চালালে বিদ্যুৎ বিল বেশি হয়। তাহলে সঠিক তাপমাত্রা কত?
advertisement
4/8
২৪ ডিগ্রিতে এসি চালাননো উচিত
advertisement
5/8
সরকার ২০২০ সাল থেকে এসির তাপমাত্রা ২৪ ডিগ্রির জন্য ডিফল্ট সেটিং করতে বলছে এবং বিশেষজ্ঞরাও মনে করেন যে, এসি চালানোর জন্য এটিই সঠিক তাপমাত্রা। অনেক গবেষণা থেকে জানা গিয়েছে যে, প্রতি এক ডিগ্রির জন্য ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়।
advertisement
6/8
যত কম তাপমাত্রায় এসি চালানো হয়, কম্প্রেসার তত বেশি কাজ করে এবং বিদ্যুৎ বিল তত বেশি আসে। অর্থাৎ উচ্চ তাপমাত্রায় এসি চালানোর মাধ্যমে প্রতি ডিগ্রিতে বিদ্যুৎ সাশ্রয় করা যায়।
advertisement
7/8
বিশেষজ্ঞরা আরও বিশ্বাস করেন যে, ২৪ ডিগ্রি তাপমাত্রা এসি স্বাস্থ্যের জন্যও ভাল। কারণ, মানুষের শরীরের গড় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি। তার মানে এর চেয়ে কম তাপমাত্রা আমাদের জন্য স্বাভাবিক ভাবেই শীতল।
advertisement
8/8
তাই ২৪ ডিগ্রি তাপমাত্রা আমাদের স্বস্তি দিতে যথেষ্ট। এমনকি ২৪ ডিগ্রি মানবদেহের জন্য যথেষ্ট বলে চিকিৎসকরাও মনে করেন।